ব্যাঙ্কে KYC জমা দেওয়ার নামে প্রতারণা, প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা!

Last Updated:
৪লক্ষ ৩৬ হাজার টাকা খোয়ালেন অন্নু কাপুর৷ ব্যাঙ্কে KYC জমা দিতে হবে, এই মর্মে বার্তা পাঠানো হয় তাকে৷ এই ফাঁদে পড়ে টাকা খোয়ালেন অভিনেতা৷
1/5
ব্যাঙ্কের KYC জমা দিতে হবে বলে বোকা বানানো হল অভিনেতা অন্নু কাপুরকে৷ যেই প্রতারণার ফাঁদে পড়ে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৪ লক্ষ ৩৬ হাজার টাকা৷ বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে এক ব্যক্তি ফোন করে তাকে ঠকায় বলে অভিযোগ৷
ব্যাঙ্কের KYC জমা দিতে হবে বলে বোকা বানানো হল অভিনেতা অন্নু কাপুরকে৷ যেই প্রতারণার ফাঁদে পড়ে তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৪ লক্ষ ৩৬ হাজার টাকা৷ বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি হিসেবে এক ব্যক্তি ফোন করে তাকে ঠকায় বলে অভিযোগ৷
advertisement
2/5
বৃহস্পতিবার অন্নু কাপুরকে এক ব্যক্তি ফোন করে৷ নিজেকে ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দেয় সে৷ বলা হয় অভিনেতাকে KYC আপডেট করতে হবে৷ অভিনেতা ওই ব্যক্তির কথা বিশ্বাস করে নেন এবং পাঠিয়ে দেন তাঁর ব্যাঙ্কের সমস্ত নথি৷ এমনকি ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) দিয়ে দেন৷ এমনই জানিয়েছে ওশিওয়ারা থানা৷
বৃহস্পতিবার অন্নু কাপুরকে এক ব্যক্তি ফোন করে৷ নিজেকে ব্যাঙ্ক কর্মী হিসেবে পরিচয় দেয় সে৷ বলা হয় অভিনেতাকে KYC আপডেট করতে হবে৷ অভিনেতা ওই ব্যক্তির কথা বিশ্বাস করে নেন এবং পাঠিয়ে দেন তাঁর ব্যাঙ্কের সমস্ত নথি৷ এমনকি ফোনে আসা ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) দিয়ে দেন৷ এমনই জানিয়েছে ওশিওয়ারা থানা৷
advertisement
3/5
এরপরই ঘটে বিপদ! দু’বারে টাকা কেটে নেওয়া হয় তার অ্যাকাউন্ট থেকে৷ দু’বারে ৪ লক্ষ ৩৬ হাজার টাকা কাটা হয়৷ এরপর অভিনেতার ব্যাঙ্ক থেকে ফোন যায়৷ জানানো হয় এত বড় অঙ্কের টাকা ট্রানফারের কথা৷ এবং জানানো হয় যে তাঁর সব তথ্য চুরি হয়েছে৷
এরপরই ঘটে বিপদ! দু’বারে টাকা কেটে নেওয়া হয় তার অ্যাকাউন্ট থেকে৷ দু’বারে ৪ লক্ষ ৩৬ হাজার টাকা কাটা হয়৷ এরপর অভিনেতার ব্যাঙ্ক থেকে ফোন যায়৷ জানানো হয় এত বড় অঙ্কের টাকা ট্রানফারের কথা৷ এবং জানানো হয় যে তাঁর সব তথ্য চুরি হয়েছে৷
advertisement
4/5
কোনও রকম দেরি না করেই অন্নু কাপুর পৌঁছে যান থানায়৷ সব বিষয় জানিয়ে অভিযোগ দায়ের করেন৷ এরপরই তাঁর ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করা হয়৷ পুলিশের উদ্যোগে খোয়া যাওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ৮ হাজার টাকা পেয়ে গিয়েছেন অন্নু৷ এবার দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷
কোনও রকম দেরি না করেই অন্নু কাপুর পৌঁছে যান থানায়৷ সব বিষয় জানিয়ে অভিযোগ দায়ের করেন৷ এরপরই তাঁর ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করা হয়৷ পুলিশের উদ্যোগে খোয়া যাওয়া টাকার মধ্যে ৩ লক্ষ ৮ হাজার টাকা পেয়ে গিয়েছেন অন্নু৷ এবার দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷
advertisement
5/5
গোটা ঘটনা বিস্তারিতভাবে সোশ্যাল মিডিয়ায় জানান অন্নু কাপুর৷ কিছুটা টাকা ফেরত পাওয়ার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদও জানান তিনি৷ তিনি লেখেন মুম্বই পুলিশ, ওশিওয়াড়া থানাকে অনেক ধন্যবাদ৷ সাইবার ক্রাইম শাখার তৎপরতায় অনেকটা টাকা ফেরত পেয়ে গিয়েছি৷ এবার জালিয়াতদের ধরার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ৷
গোটা ঘটনা বিস্তারিতভাবে সোশ্যাল মিডিয়ায় জানান অন্নু কাপুর৷ কিছুটা টাকা ফেরত পাওয়ার জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদও জানান তিনি৷ তিনি লেখেন মুম্বই পুলিশ, ওশিওয়াড়া থানাকে অনেক ধন্যবাদ৷ সাইবার ক্রাইম শাখার তৎপরতায় অনেকটা টাকা ফেরত পেয়ে গিয়েছি৷ এবার জালিয়াতদের ধরার জন্য বিশেষ ব্যবস্থা করেছে পুলিশ৷
advertisement
advertisement
advertisement