Samay Raina: বিশেষভাবে সক্ষমদের নিয়ে উপহাস, সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের জন্যই সচেতনাতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহ করতে হবে সময় রায়নাকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মামলাটির শুনানি হয়, যেখানে আদালত স্পষ্টভাবে বলে যে আদালতের উচিত সম্মান প্রচার, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবার জন্য তহবিল সংগ্রহের জন্য সময়ের প্ল্যাটফর্ম ব্যবহার করা। সুপ্রিম কোর্টে চার সপ্তাহের মধ্যে আবার মামলাটির শুনানি হবে।
জনপ্রিয় ইউটিউব সেলিব্রিটি সময় রায়না বিশেষভাবে সক্ষমদের নিয়ে উপহাস করার মামলায় সুপ্রিম কোর্টে শুনানি হয়। আদালত সময় রায়না সহ পাঁচজনের উপর বেশ কয়েকটি নির্দেশ জারি করেছে। ইন্ডিয়া'স গট ট্যালেন্ট শো চলাকালীন উপহাস করেন রায়না। এই বিতর্কের মধ্যে, একটি এনজিও সময় রায়না এবং অন্যদের মন্তব্য করার বিষয়টি উত্থাপন করেছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
