Abhishek-Aishwarya Relationship: ডিভোর্স পাক্কা? ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কের শুরু থেকেই 'গন্ডগোল'? বিয়ের ১৭ বছর পর গোপন কথা ফাঁস!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: একটু পিছনে ফিরে দেখা যাক৷ কীভাবে এই দু’জনের সম্পর্ক শুরু হয়?শুরুতে একে অপরের ভালো বন্ধু ছিলেন। কিন্তু এই দু’জনের সম্পর্ক কীভাবে শুরু হল?
বলিউডের সর্বদা আলোচিত দম্পতি ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন৷ তাঁদের যখন বিয়ে হয়, তখন সেই বিয়েই ছিল বি-টাউনের সবথেকে বড় খবর৷ ১৭ বছর আগে বিয়ে হয় ঐশ্বর্য-অভিষেকের। তবে গত কয়েকদিন ধরেই এই দুজনের সম্পর্ক অনেকটাই তলানিতে, এমনই খবর। এদের বিবাহবিচ্ছেদ হতে পারে এমনও গুঞ্জন। এছাড়াও, অভিনেত্রী নিমৃত কৌরের সঙ্গে অভিষেকের নাম যুক্ত করা হচ্ছে৷ তবে এখনও পর্যন্ত এই নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি৷
advertisement
advertisement
২০১৮ সালে একটি অনুষ্ঠানে, অভিষেক তাঁর বন্ধুত্ব থেকে প্রেমের যাত্রা সম্পর্কে বলেছিলেন। অভিষেক জানান, তাঁদের বন্ধুত্ব শুরু হয়েছিল ‘ঢাই আখর প্রেম’ (২০০০) ছবির থেকে৷ অভিষেক বলেন, 'আমরা খুব ভাল বন্ধু ছিলাম। আমরা একের পর এক ছবি করছিলাম। আমাদের সবসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং সময়ের সঙ্গে সেই সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি হয়ে ওঠে। অভিষেক এবং ঐশ্বর্য একসঙ্গে গুরু, রাবন, ধুম ২, কুছ না কাহো এবং সরকারের মতো ছবি করেছেন।
advertisement
advertisement