Abhishek Bachchan Aishwarya Rai Divorce: অভিষেক-ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদের বড় গুঞ্জনের মাঝেই সিমির পোস্ট, পরে ডিলিট! কী এমন লিখেছিলেন?

Last Updated:
Abhishek Bachchan Aishwarya Rai Divorce: অভিষেক-ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদের জল্পনার মাঝে মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সিমি। তারপর?
1/9
বিগত কয়েক মাস ধরেই বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন, ভাঙন ধরেছে তারকা জুটি অভিষেক আর ঐশ্বর্যর সংসারে। এদিকে সম্প্রতি অভিষেক বচ্চনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কড়া সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা টক শো সঞ্চালিকা সিমি গরেওয়াল।
বিগত কয়েক মাস ধরেই বি-টাউনের অন্দরে জোর গুঞ্জন, ভাঙন ধরেছে তারকা জুটি অভিষেক আর ঐশ্বর্যর সংসারে। এদিকে সম্প্রতি অভিষেক বচ্চনের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কড়া সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী তথা টক শো সঞ্চালিকা সিমি গরেওয়াল।
2/9
আসলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে কন্যা আরাধ্যাকে নিয়ে একাই উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। আর আলাদা ভাবে বিবাহ অনুষ্ঠানে পৌঁছেছিল বচ্চন পরিবার। তখন থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। এদিকে আবার গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্যর জন্মদিন। অথচ সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের কেউ তাঁকে শুভেচ্ছা জানাননি।
আসলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে কন্যা আরাধ্যাকে নিয়ে একাই উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। আর আলাদা ভাবে বিবাহ অনুষ্ঠানে পৌঁছেছিল বচ্চন পরিবার। তখন থেকেই শুরু হয়েছিল জোর চর্চা। এদিকে আবার গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্যর জন্মদিন। অথচ সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবারের কেউ তাঁকে শুভেচ্ছা জানাননি।
3/9
এমনকী স্বামী অভিষেকের কোনও পোস্টও দেখা যায়নি। এখান থেকেই জল্পনা আরও গাঢ় হয়েছে। এছাড়া কয়েক মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না প্রাক্তন বিশ্বসুন্দরীকে।
এমনকী স্বামী অভিষেকের কোনও পোস্টও দেখা যায়নি। এখান থেকেই জল্পনা আরও গাঢ় হয়েছে। এছাড়া কয়েক মাস ধরে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যাচ্ছে না প্রাক্তন বিশ্বসুন্দরীকে।
4/9
আর এই জল্পনার মাঝে মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সিমি। আসলে ওই পোস্টের মাধ্যমে তিনি অভিষেক বচ্চনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। নিজের টক শো Rendezvous with Simi Garewal-এর একটি স্নিপেট ভাগ করে নিয়েছেন ‘কর্জ’ অভিনেত্রী।
আর এই জল্পনার মাঝে মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সিমি। আসলে ওই পোস্টের মাধ্যমে তিনি অভিষেক বচ্চনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। নিজের টক শো Rendezvous with Simi Garewal-এর একটি স্নিপেট ভাগ করে নিয়েছেন ‘কর্জ’ অভিনেত্রী।
5/9
ওই পর্বে উপস্থিত ছিলেন অভিষেক। তাঁকে বলিউডের ‘সবথেকে ভাল পুরুষ’ বলে অভিহিত করেছিলেন সিমি।
ওই পর্বে উপস্থিত ছিলেন অভিষেক। তাঁকে বলিউডের ‘সবথেকে ভাল পুরুষ’ বলে অভিহিত করেছিলেন সিমি।
6/9
ওই পোস্টের ক্যাপশনে সিমি লিখেছেন যে, আমার মনে হয়, “যাঁরা ব্যক্তিগত ভাবে অভিষেককে চেনেন, তাঁরা এই কথাটার সঙ্গে সহমত পোষণ করবেন যে, বলিউডের সবথেকে ভাল পুরুষ হলেন অভিষেক। আসলে তাঁর মধ্যে রয়েছে ভাল মূল্যবোধ এবং সহজাত শালীনতার একটা মিশেল।”
ওই পোস্টের ক্যাপশনে সিমি লিখেছেন যে, আমার মনে হয়, “যাঁরা ব্যক্তিগত ভাবে অভিষেককে চেনেন, তাঁরা এই কথাটার সঙ্গে সহমত পোষণ করবেন যে, বলিউডের সবথেকে ভাল পুরুষ হলেন অভিষেক। আসলে তাঁর মধ্যে রয়েছে ভাল মূল্যবোধ এবং সহজাত শালীনতার একটা মিশেল।”
7/9
আবার এই পোস্ট আসামাত্রই সিমির সঙ্গে সহমত পোষণ করেন সহজপরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান। কমেন্ট সেকশনে তিনি লিখেছেন, “আমি পুরোপুরি সহমত। অভিষেক সত্যিই খুব ভাল মানুষ।”
আবার এই পোস্ট আসামাত্রই সিমির সঙ্গে সহমত পোষণ করেন সহজপরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান। কমেন্ট সেকশনে তিনি লিখেছেন, “আমি পুরোপুরি সহমত। অভিষেক সত্যিই খুব ভাল মানুষ।”
8/9
তবে বলিউড তারকারা যা-ই বলুন না কেন, সিমির এই পোস্ট একেবারেই ভাল ভাবে নিতে পারেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিশেষ করে ঐশ্বর্যের ভক্তরা। অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যের ভাঙনের গুঞ্জনের মাঝে এহেন পোস্ট শেয়ার করার জন্য সিমিকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “খুবই বিতর্কিত সময়ে এটা পোস্ট করা হল.. যেটা একদম ঠিক নয়।” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার অভিষেককে আড়াল করার অভিযোগ তুলেছেন সিমির বিরুদ্ধে। যেখানে ঐশ্বর্যর বিষয়ে তাঁকে কুলুপ এঁটে থাকতে দেখা গিয়েছে।
তবে বলিউড তারকারা যা-ই বলুন না কেন, সিমির এই পোস্ট একেবারেই ভাল ভাবে নিতে পারেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিশেষ করে ঐশ্বর্যের ভক্তরা। অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যের ভাঙনের গুঞ্জনের মাঝে এহেন পোস্ট শেয়ার করার জন্য সিমিকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, “খুবই বিতর্কিত সময়ে এটা পোস্ট করা হল.. যেটা একদম ঠিক নয়।” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার অভিষেককে আড়াল করার অভিযোগ তুলেছেন সিমির বিরুদ্ধে। যেখানে ঐশ্বর্যর বিষয়ে তাঁকে কুলুপ এঁটে থাকতে দেখা গিয়েছে।
9/9
পোস্টে এহেন সমালোচনা দেখে প্রায় সঙ্গে সঙ্গে পোস্টটি মুছেও ফেলেন সিমি। কিন্তু ডিলিট করা ওই পোস্টের স্ক্রিনশট আপাতত রেডিটে শেয়ার করা হয়েছে। যদিও বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চললেও সে বিষয়ে কিছুই জানাননি অভিষেক এবং ঐশ্বর্য।
পোস্টে এহেন সমালোচনা দেখে প্রায় সঙ্গে সঙ্গে পোস্টটি মুছেও ফেলেন সিমি। কিন্তু ডিলিট করা ওই পোস্টের স্ক্রিনশট আপাতত রেডিটে শেয়ার করা হয়েছে। যদিও বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চললেও সে বিষয়ে কিছুই জানাননি অভিষেক এবং ঐশ্বর্য।