Abhishek Bachchan Aishwarya Rai Divorce: অভিষেক-ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদের বড় গুঞ্জনের মাঝেই সিমির পোস্ট, পরে ডিলিট! কী এমন লিখেছিলেন?
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Raima Chakraborty
Last Updated:
Abhishek Bachchan Aishwarya Rai Divorce: অভিষেক-ঐশ্বর্যর বিবাহ-বিচ্ছেদের জল্পনার মাঝে মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী সিমি। তারপর?
তবে বলিউড তারকারা যা-ই বলুন না কেন, সিমির এই পোস্ট একেবারেই ভাল ভাবে নিতে পারেননি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বিশেষ করে ঐশ্বর্যের ভক্তরা। অভিষেক-ঐশ্বর্যের দাম্পত্যের ভাঙনের গুঞ্জনের মাঝে এহেন পোস্ট শেয়ার করার জন্য সিমিকে রীতিমতো কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা।একজন লিখেছেন, “খুবই বিতর্কিত সময়ে এটা পোস্ট করা হল.. যেটা একদম ঠিক নয়।” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আবার অভিষেককে আড়াল করার অভিযোগ তুলেছেন সিমির বিরুদ্ধে। যেখানে ঐশ্বর্যর বিষয়ে তাঁকে কুলুপ এঁটে থাকতে দেখা গিয়েছে।






