Abhijeet Bhattacharya-Shah Rukh Khan: শাহরুখের জন্য আর গাইব না, আমার গলাতেই বহু অভিনেতা তারকা হয়েছেন: অভিজিৎ

Last Updated:
Abhijeet Bhattacharya-Shah Rukh Khan: অভিজিৎ বলেন, ‘‘আমার গলা কেবলমাত্র সুপারস্টার মেটেরিয়লকেই স্যুট করবে।’’ এই প্রসঙ্গেই তিনি দেবকে কটাক্ষ করেন নাম না করে।
1/6
একদিকে ‘পাঠান’ নিয়ে তোলপাড় দেশ। এরই মাঝে হঠাৎ ভাইরাল হল বলিউডের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানিয়েছিলেন, শাহরুখ খানের জন্য গান তিনি গাইবেন না বলে স্থির করেছিলেন।
একদিকে ‘পাঠান’ নিয়ে তোলপাড় দেশ। এরই মাঝে হঠাৎ ভাইরাল হল বলিউডের বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্যের মন্তব্য। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানিয়েছিলেন, শাহরুখ খানের জন্য গান তিনি গাইবেন না বলে স্থির করেছিলেন।
advertisement
2/6
শাশ্বত তাঁকে প্রশ্ন করেন, ‘‘একটা সময়ে শাহরুখের লিপে একটানা তোমার গান শোনা যেত। সবথেকে বেশি মানাত শাহরুখের ঠোঁটে। লোকে সেটা কেন পছন্দ করে?’’ অভিজিৎ বলেন, ‘‘আগে সঙ্গীতে বাস্তবতা ছিল। যেমন ম্যাঁয় কোই অ্যায়সা গীত (ইয়েস বস) থেকে লুঙ্গি ডান্সে (চেন্নাই এক্সপ্রেস) চলছে এখন। যাঁরা এই পর্যায়ে চলে গিয়েছে, তাঁদের জন্য গাওয়ার ইচ্ছে হয় না আমার।’’
শাশ্বত তাঁকে প্রশ্ন করেন, ‘‘একটা সময়ে শাহরুখের লিপে একটানা তোমার গান শোনা যেত। সবথেকে বেশি মানাত শাহরুখের ঠোঁটে। লোকে সেটা কেন পছন্দ করে?’’ অভিজিৎ বলেন, ‘‘আগে সঙ্গীতে বাস্তবতা ছিল। যেমন ম্যাঁয় কোই অ্যায়সা গীত (ইয়েস বস) থেকে লুঙ্গি ডান্সে (চেন্নাই এক্সপ্রেস) চলছে এখন। যাঁরা এই পর্যায়ে চলে গিয়েছে, তাঁদের জন্য গাওয়ার ইচ্ছে হয় না আমার।’’
advertisement
3/6
শুধু তা-ই নয়, এখনকার ছবিতে টাইটেল ক্রেডিটে সকলের নামের পরে শেষে গায়ক-গায়িকার নাম থাকে। গায়কের কথায়, ‘‘মঞ্চে উঠে অভিনেতারা বলেন, দাদা, আপনার জন্য আমি সফল হয়েছি। আর তাদের নাম একেবারে শেষে? যখন সবাই হল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন!’’
শুধু তা-ই নয়, এখনকার ছবিতে টাইটেল ক্রেডিটে সকলের নামের পরে শেষে গায়ক-গায়িকার নাম থাকে। গায়কের কথায়, ‘‘মঞ্চে উঠে অভিনেতারা বলেন, দাদা, আপনার জন্য আমি সফল হয়েছি। আর তাদের নাম একেবারে শেষে? যখন সবাই হল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখন!’’
advertisement
4/6
এই ঘটনার পরেই অভিজিৎ একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন, শাহরুখের জন্য কোনও দিনও গান করবেন না। গায়কের কথায়, ‘‘আমার গলা ওর ঠোঁটে না মানালে এত বড় তারকা হত না।’’
এই ঘটনার পরেই অভিজিৎ একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন, শাহরুখের জন্য কোনও দিনও গান করবেন না। গায়কের কথায়, ‘‘আমার গলা ওর ঠোঁটে না মানালে এত বড় তারকা হত না।’’
advertisement
5/6
অভিজিৎ বলেন, ‘‘আমার গলা কেবলমাত্র সুপারস্টার মেটেরিয়লকেই স্যুট করবে।’’ এই প্রসঙ্গেই তিনি দেবকে কটাক্ষ করেন নাম না করে। তাঁর কথায়, ‘‘তুমি ‘ঢাকের তালে’ গানটা দেখে নাও। আগে কী ছিল, তার পরে কী হল।’’
অভিজিৎ বলেন, ‘‘আমার গলা কেবলমাত্র সুপারস্টার মেটেরিয়লকেই স্যুট করবে।’’ এই প্রসঙ্গেই তিনি দেবকে কটাক্ষ করেন নাম না করে। তাঁর কথায়, ‘‘তুমি ‘ঢাকের তালে’ গানটা দেখে নাও। আগে কী ছিল, তার পরে কী হল।’’
advertisement
6/6
সইফ আলি খানের জন্য ‘ওলে ওলে’, অক্ষয় কুমারের জন্য ‘ওয়াদা রাহা সনম’ গাওয়ার পরেই তাঁরা তারকা হয়েছেন বলেও দাবি করেন বাঙালি গায়ক। তাঁর মতে, শাহরুখও তাঁর জন্যেই তারকা তকমা পেয়েছেন। অভিজিতের সপাট জবাব, ‘‘আমরা কি বাণের জলে ভেসে এসেছি যে এরকম আচরণ করবে! সোজা বলে দেব যে গাইব না।’’
সইফ আলি খানের জন্য ‘ওলে ওলে’, অক্ষয় কুমারের জন্য ‘ওয়াদা রাহা সনম’ গাওয়ার পরেই তাঁরা তারকা হয়েছেন বলেও দাবি করেন বাঙালি গায়ক। তাঁর মতে, শাহরুখও তাঁর জন্যেই তারকা তকমা পেয়েছেন। অভিজিতের সপাট জবাব, ‘‘আমরা কি বাণের জলে ভেসে এসেছি যে এরকম আচরণ করবে! সোজা বলে দেব যে গাইব না।’’
advertisement
advertisement
advertisement