Abhijeet Bhattacharya-Shah Rukh Khan: শাহরুখের জন্য আর গাইব না, আমার গলাতেই বহু অভিনেতা তারকা হয়েছেন: অভিজিৎ
- Published by:Teesta Barman
Last Updated:
Abhijeet Bhattacharya-Shah Rukh Khan: অভিজিৎ বলেন, ‘‘আমার গলা কেবলমাত্র সুপারস্টার মেটেরিয়লকেই স্যুট করবে।’’ এই প্রসঙ্গেই তিনি দেবকে কটাক্ষ করেন নাম না করে।
advertisement
শাশ্বত তাঁকে প্রশ্ন করেন, ‘‘একটা সময়ে শাহরুখের লিপে একটানা তোমার গান শোনা যেত। সবথেকে বেশি মানাত শাহরুখের ঠোঁটে। লোকে সেটা কেন পছন্দ করে?’’ অভিজিৎ বলেন, ‘‘আগে সঙ্গীতে বাস্তবতা ছিল। যেমন ম্যাঁয় কোই অ্যায়সা গীত (ইয়েস বস) থেকে লুঙ্গি ডান্সে (চেন্নাই এক্সপ্রেস) চলছে এখন। যাঁরা এই পর্যায়ে চলে গিয়েছে, তাঁদের জন্য গাওয়ার ইচ্ছে হয় না আমার।’’
advertisement
advertisement
advertisement
advertisement