Anu Aggarwal Talks About Horrific Accident: ভয়ঙ্কর দুর্ঘটনায় চলে গিয়েছিলেন কোমায়, দেখলে চিনতে পারবেন না অনু-কে! এখন কোথায় 'আশিকি'-খ্যাত নায়িকা?

Last Updated:
Anu Aggarwal Talks About Horrific Accident: মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখেন অনু আগরওয়াল৷ Anu Aggarwal Talks About Horrific Accident: সুপারহিট ছবি 'আশিকি'-তে অভিনয় করে সকলের মন জয় করে নিলেও বলিউডে সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা৷ বর্তমানে অনু আগরওয়ালের ছবি দেখলে চেনা দায়৷
1/6
বলিউডের সুপারহিট ছবি 'আশিকি'-র নায়িকা অনু আগরওয়াল রাতারাতি গ্ল্যামার দুনিয়া সাফল্য পেয়েছিলেন৷ প্রথম ছবি সুপারহিট হতেই আর পিছনে ফিরে তাকাতে হবে না, তেমনটাই ভেবেছিল সকলে৷
বলিউডের সুপারহিট ছবি 'আশিকি'-র নায়িকা অনু আগরওয়াল রাতারাতি গ্ল্যামার দুনিয়া সাফল্য পেয়েছিলেন৷ প্রথম ছবি সুপারহিট হতেই আর পিছনে ফিরে তাকাতে হবে না, তেমনটাই ভেবেছিল সকলে৷
advertisement
2/6
মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখেন অনু আগরওয়াল৷  সুপারহিট ছবি 'আশিকি'-তে অভিনয় করে সকলের মন জয় করে নিলেও বলিউডে সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা৷ বর্তমানে অনু আগরওয়ালের ছবি দেখলে চেনা দায়৷
মাত্র ২১ বছর বয়সে বলিউডে পা রাখেন অনু আগরওয়াল৷ সুপারহিট ছবি 'আশিকি'-তে অভিনয় করে সকলের মন জয় করে নিলেও বলিউডে সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা৷ বর্তমানে অনু আগরওয়ালের ছবি দেখলে চেনা দায়৷
advertisement
3/6
লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বর্তমানে অনেক দূরে রয়েছেন অনু৷ একসময় লস অ্যাঞ্জেলস থেকে মডেলিংয়ের অফারও পেয়েছিলেন নায়িকা৷ তবে হলিউডে সাইড রোলে কাজ করার ইচ্ছা না থাকায় দেশে ফিরে আসেন৷
লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বর্তমানে অনেক দূরে রয়েছেন অনু৷ একসময় লস অ্যাঞ্জেলস থেকে মডেলিংয়ের অফারও পেয়েছিলেন নায়িকা৷ তবে হলিউডে সাইড রোলে কাজ করার ইচ্ছা না থাকায় দেশে ফিরে আসেন৷
advertisement
4/6
অনুর ব্যক্তিগত জীবনটাও বেশ কঠিন ছিল৷  ১৯৯৯ সালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী৷ এতটাই জখম হয়েছিলেন নায়িকা, যে কিছুদিনের জন্য কোমায় চলে যান৷  টানা ২৯ দিন আইসিইউ-তে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। দুর্ঘটনার পর প্রায় কিছুই ভুলে গিয়েছিলেন তিনি৷
অনুর ব্যক্তিগত জীবনটাও বেশ কঠিন ছিল৷ ১৯৯৯ সালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী৷ এতটাই জখম হয়েছিলেন নায়িকা, যে কিছুদিনের জন্য কোমায় চলে যান৷ টানা ২৯ দিন আইসিইউ-তে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। দুর্ঘটনার পর প্রায় কিছুই ভুলে গিয়েছিলেন তিনি৷
advertisement
5/6
অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, কোমায় থাকাকালীন চিকিৎসকেরা একটা সময় এমনও বলেছিলেন যে, তিনি বেশি দিন বাঁচবেন না। গুরুতর আঘাতে শরীর একেবারেই ভেঙে চুরমার হয়েছিল নায়িকার৷ তারপর একটা সময় ২০০১ সালে সন্ন্যাস নিয়ে মাথা চুলও কামিয়ে ফেলেছিলেন৷
অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, কোমায় থাকাকালীন চিকিৎসকেরা একটা সময় এমনও বলেছিলেন যে, তিনি বেশি দিন বাঁচবেন না। গুরুতর আঘাতে শরীর একেবারেই ভেঙে চুরমার হয়েছিল নায়িকার৷ তারপর একটা সময় ২০০১ সালে সন্ন্যাস নিয়ে মাথা চুলও কামিয়ে ফেলেছিলেন৷
advertisement
6/6
২০০৬ সালে মুম্বইতে ফিরে আসেন তবে বলিউডে আর ফেরা হয়নি৷ তারপর ধীরে ধীরে সকলের সঙ্গে দেখা করতে শুরু করেন৷ মুম্বইতে যোগাসনের একটি স্কুলও খুলেছেন, যেখানে দুঃস্থ বাচ্চাদের যোগা শেখান নায়িকা৷ এখনও পর্যন্ত বিয়ে করেননি, বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন 'আশিকি'-খ্যাত নায়িকা৷
২০০৬ সালে মুম্বইতে ফিরে আসেন তবে বলিউডে আর ফেরা হয়নি৷ তারপর ধীরে ধীরে সকলের সঙ্গে দেখা করতে শুরু করেন৷ মুম্বইতে যোগাসনের একটি স্কুলও খুলেছেন, যেখানে দুঃস্থ বাচ্চাদের যোগা শেখান নায়িকা৷ এখনও পর্যন্ত বিয়ে করেননি, বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন 'আশিকি'-খ্যাত নায়িকা৷
advertisement
advertisement
advertisement