‘মনে হচ্ছিল নিজেকেই দেখছি ! জোরে জোরে হেসেছি...’ সুনীল গ্রোভারের প্রশংসায় পঞ্চমুখ আমির খান
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
দর্শকরা সেই মিমিক্রি পছন্দ তো করেছেনই, স্বয়ং সুপারস্টারও সুনীলের এই পরিবেশনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার বার বার তাঁর মিমিক্রি বা অনুকরণের দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। সলমন খান, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের নিখুঁত অনুকরণ করে দর্শকদের মুগ্ধ করার পর তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সর্বশেষ পর্বে আমির খানের রূপে আবির্ভূত হন। দর্শকরা সেই মিমিক্রি পছন্দ তো করেছেনই, স্বয়ং সুপারস্টারও সুনীলের এই পরিবেশনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
advertisement
বলিউড হাঙ্গামার জন্য সুভাষ কে ঝাকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির প্রকাশ করেছেন যে, দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে সুনীলকে তাঁর অনুকরণ করতে দেখে তিনি অনাবিল আনন্দ ছাড়া আর কিছুই অনুভব করেননি। তিনি বলেন, “আমি এটাকে অনুকরণও বলব না। এটা এতটাই বাস্তবসম্মত ছিল যে, আমার মনে হচ্ছিল আমি নিজেকেই দেখছি। আমি একটি ছোট ক্লিপ দেখেছি এবং এখন আমি পুরো পর্বটি দেখতে চলেছি।”
advertisement
advertisement
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর সর্বশেষ পর্বে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডেকে অতিথি হিসেবে দেখা গিয়েছে। এই পর্বে সুনীল আমির খানের রূপ ধারণ করেন এবং সুপারস্টার কীভাবে পাপারাৎজিদের সঙ্গে কথা বলেন, সেই সঙ্গে তাঁর কথা বলার ধরন, পোশাক পরার এবং হাঁটার ভঙ্গি অনুকরণ করেন। সুনীল বিয়ে নিয়েও রসিকতা করেন এবং কার্তিককে জিজ্ঞাসা করেন যে তিনি এখনও পর্যন্ত একবারও বিয়ে করেননি কেন। তিনি নিজেকে উনিশ-বিশ আমির বলে উল্লেখ করেন।
advertisement
দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর চতুর্থ সিজন প্রিয়াঙ্কা চোপড়া জোলাসকে অতিথি হিসেবে নিয়ে শুরু হয়েছিল। সেই পর্বে প্রিয়াঙ্কা এবং সুনীল একটি মজার গানও গেয়েছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দ্বিতীয় পর্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে দেখা যায়, যাঁরা তাঁদের ২০২৫ সালের বিশ্বকাপ জয় নিয়ে কথা বলেন। এই শো-তে কপিল শর্মা এবং সুনীল গ্রোভার ছাড়াও কিকু শারদা এবং কৃষ্ণা অভিষেক অভিনয় করেন, সঙ্গে নভজ্যোত সিং সিধু ও অর্চনা পূরণ সিং স্থায়ী অতিথি হিসেবে ছিলেন। এই শো নেটফ্লিক্সে দেখা যায়, প্রতি শনিবার এর নতুন পর্ব প্রকাশিত হয়।






