A R Rahman: গোল্ডেন কেরিয়ার, বিরাট সুখ্যাতি ! তবুও কেন একাধিকবার নিজেকে মেরে ফেলতে চেয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত শিল্পী?

Last Updated:
A R Rahman: রহমান বলেন, আমি যখন ছোট ছিলাম,আমার তখন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হতো৷
1/6
এ আর রহমানকে নিয়ে সবসময়েই চর্চা চলে৷ কিছুদিন আগেও তাঁকে নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে৷ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী জীবনে যেমন একাধিক সম্মান পেয়েছে তেমনই পেয়েছেন যশ-খ্যাতি অ্যাওয়ার্ড৷ তবে জানেন কি, এত কিছুর পরও নিজেকে মেরে ফেলতে চেয়েছিলেন এআর রহমান৷
এ আর রহমানকে নিয়ে সবসময়েই চর্চা চলে৷ কিছুদিন আগেও তাঁকে নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে৷ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী জীবনে যেমন একাধিক সম্মান পেয়েছে তেমনই পেয়েছেন যশ-খ্যাতি অ্যাওয়ার্ড৷ তবে জানেন কি, এত কিছুর পরও নিজেকে মেরে ফেলতে চেয়েছিলেন এআর রহমান৷
advertisement
2/6
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অন্ধকার দিক নিয়ে কথা বলেছেন এ আর রহমান৷ তিনি জানিয়েছেন,মাঝে মাঝেই আত্মহত্যার কথা মাথায় আসত তাঁর? কীভাবে সেই সমস্যা মোকাবিলা করেছিলেন তিনি তাও জানিয়েছেন তিনি৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের অন্ধকার দিক নিয়ে কথা বলেছেন এ আর রহমান৷ তিনি জানিয়েছেন,মাঝে মাঝেই আত্মহত্যার কথা মাথায় আসত তাঁর? কীভাবে সেই সমস্যা মোকাবিলা করেছিলেন তিনি তাও জানিয়েছেন তিনি৷
advertisement
3/6
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান৷ সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ২৫ বছর বয়সে নিজেকে ব্যর্থ মনে হত৷ আত্মহত্যাও করতে চেয়েছিলাম৷ সেইসময়েই মায়ের কথা মনে করেন৷ যা শুনে হতবাক হয়ে যান সকলেই৷
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এ আর রহমান৷ সেখানেই ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ২৫ বছর বয়সে নিজেকে ব্যর্থ মনে হত৷ আত্মহত্যাও করতে চেয়েছিলাম৷ সেইসময়েই মায়ের কথা মনে করেন৷ যা শুনে হতবাক হয়ে যান সকলেই৷
advertisement
4/6
রহমান বলেন, আমি যখন ছোট ছিলাম,আমার তখন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হতো৷ তখন আমার মা আমায় বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারোর জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে এসব ভাবনা আর আসবে না৷ আর এটাই বোধহয় আমার মায়ের দেওয়া সবচেয়ে ভাল পরামর্শ ছিল৷
রহমান বলেন, আমি যখন ছোট ছিলাম,আমার তখন নিজেকে মেরে ফেলতে ইচ্ছা হতো৷ তখন আমার মা আমায় বলতেন, যখন তুমি নিজের বদলে অন্য কারোর জন্য বাঁচতে শুরু করবে তখন দেখবে এসব ভাবনা আর আসবে না৷ আর এটাই বোধহয় আমার মায়ের দেওয়া সবচেয়ে ভাল পরামর্শ ছিল৷
advertisement
5/6
তিনি আরও বলেন, তুমি যখন অন্য কারোর জন্য জীবনে বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না৷ তোমার জীবন একটি নতুন অর্থ খুঁজে পাবে৷ এটাকে আমি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি৷  আর এই পরামর্শটা আমি খুবই সিরিয়াসলি নিয়েছিলাম সে কারোর জন্য লেখা হোক বা কম্পোজ কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এগুলিই আমাদের বাঁচিয়ে রাখে৷ এবং জীবনে এগিয়ে নিয়ে যায়৷
তিনি আরও বলেন, তুমি যখন অন্য কারোর জন্য জীবনে বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না৷ তোমার জীবন একটি নতুন অর্থ খুঁজে পাবে৷ এটাকে আমি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি৷ আর এই পরামর্শটা আমি খুবই সিরিয়াসলি নিয়েছিলাম সে কারোর জন্য লেখা হোক বা কম্পোজ কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এগুলিই আমাদের বাঁচিয়ে রাখে৷ এবং জীবনে এগিয়ে নিয়ে যায়৷
advertisement
6/6
তিনি আরও বলেন, তুমি যখন অন্য কারোর জন্য জীবনে বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না৷ তোমার জীবন একটি নতুন অর্থ খুঁজে পাবে৷ এটাকে আমি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি৷  আর এই পরামর্শটা আমি খুবই সিরিয়াসলি নিয়েছিলাম সে কারোর জন্য লেখা হোক বা কম্পোজ কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এগুলিই আমাদের বাঁচিয়ে রাখে৷ এবং জীবনে এগিয়ে নিয়ে যায়৷
তিনি আরও বলেন, তুমি যখন অন্য কারোর জন্য জীবনে বাঁচবে তখন তুমি আর স্বার্থপর থাকবে না৷ তোমার জীবন একটি নতুন অর্থ খুঁজে পাবে৷ এটাকে আমি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি৷ আর এই পরামর্শটা আমি খুবই সিরিয়াসলি নিয়েছিলাম সে কারোর জন্য লেখা হোক বা কম্পোজ কিংবা কাউকে খাবার কিনে দেওয়া এগুলিই আমাদের বাঁচিয়ে রাখে৷ এবং জীবনে এগিয়ে নিয়ে যায়৷
advertisement
advertisement
advertisement