এই ৫ সিনেমা নিষিদ্ধ হয় ভারতে, সাহসী দৃশ্যের কারণে মুক্তি পায়নি প্রেক্ষাগৃহেও, এখন দেখা যাচ্ছে ওটিটিতে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
5 Movies Banned In India: অধিকাংশই নিষিদ্ধ হয়ে গিয়েছে। প্রেক্ষাগৃহ পর্যন্ত আর পৌঁছয়নি। তবে ভারতে নিষিদ্ধ সেই সিনেমাগুলিই এবার দেখা যাবে ওটিটি-তে।
advertisement
গারবেজ: কৌশিক মুখোপাধ্যায় রচিত এবং নির্দেশিত এই সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ত্রিমালা অধিকারী, তন্ময় ধনানিয়া, শ্রুতি বিশ্ববান, শতরূপা দাস, সচিথ পুরাণিক প্রমুখ। ৬৮ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে প্রদর্শিত হয়েছিল ‘গারবেজ’। ছবিতে ফানেশ্বর নামের গোয়ার এক ট্যাক্সি ড্রাইভার বাড়িতে এক মহিলাকে বন্দী করে রাখেন। সেই নিয়েই গল্প। তবে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ছবিটি। এখন দেখা যাচ্ছে ওটিটি-তে।
advertisement
advertisement
অ্যাংরি ইন্ডিয়ান গডেস: জঙ্গল বুক অফ এন্টারটেনমেন্টের ব্যানারে পান নলিন পরিচালিত এই ড্রামা ফিল্ম প্রযোজনা করেন গৌরব ধিংরা এবং পান নলিন। ২০১৫ সালে মুক্তি পায়। আদিল হুসেনের সঙ্গে, সন্ধ্যা মৃদুল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সারা-জেন ডায়াস, অনুষ্কা কাচন্দা, অমৃত মাঘেরা, রাজশ্রী দেশপান্ডে এবং পাভলিন গুজরাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ২০১৫ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছিল। পিপলস চয়েস অ্যাওয়ার্ডের রানার আপও হয়েছিল। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। সাহসী বিষয়বস্তুর কারণে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি, তবে এখন ওটিটি এবং ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement