Best Schools in India by IIRF 2024: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র‍্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?

Last Updated:
Top 10 schools in India by IIRF 2024: প্রতি বছর ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা IIRF-স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদির র‍্যাঙ্কিং প্রকাশ করে। সম্প্রতি তারা সামনে এনেছে ২০২৪ সালের সেরা ১০টি স্কুলের তালিকা।
1/15
সব মা-বাবাই সন্তানকে ভাল স্কুলে পড়াতে চান। যাতে ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সহজেই বড় কলেজে সুযোগ পায়। কিন্তু ভাল স্কুল, বলা ভাল বড় স্কুলের হদিশ মিলবে কী করে? অভিভাবক কী করে বুঝবেন কোন স্কুলে পড়াশোনার মান কী রকম?
সব মা-বাবাই সন্তানকে ভাল স্কুলে পড়াতে চান। যাতে ছেলেমেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। সহজেই বড় কলেজে সুযোগ পায়। কিন্তু ভাল স্কুল, বলা ভাল বড় স্কুলের হদিশ মিলবে কী করে? অভিভাবক কী করে বুঝবেন কোন স্কুলে পড়াশোনার মান কী রকম?
advertisement
2/15
দেশের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা আইআইআরএফ। প্রতি বছর এরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদির র‍্যাঙ্কিং প্রকাশ করে। সম্প্রতি তারা সামনে এনেছে ২০২৪ সালের সেরা ১০টি স্কুলের তালিকা।
দেশের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা আইআইআরএফ। প্রতি বছর এরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদির র‍্যাঙ্কিং প্রকাশ করে। সম্প্রতি তারা সামনে এনেছে ২০২৪ সালের সেরা ১০টি স্কুলের তালিকা।
advertisement
3/15
আইআইআরএফ-এর র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়া ১০টি স্কুল শুধুমাত্র অ্যাকাডেমিক দক্ষতা নয়, শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গী, শিক্ষার্থীদের প্রতিভার লালনপালন এবং চরিত্র বিকাশের জন্যও পরিচিত। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশে সাফল্যের জন্য পড়ুয়াদের প্রস্তুত করা হয় এখানে। তবে কলকাতার কোনও স্কুল এবারের তালিকায় প্রথম দশে নেই।
আইআইআরএফ-এর র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়া ১০টি স্কুল শুধুমাত্র অ্যাকাডেমিক দক্ষতা নয়, শিক্ষার প্রতি সামগ্রিক দৃষ্টিভঙ্গী, শিক্ষার্থীদের প্রতিভার লালনপালন এবং চরিত্র বিকাশের জন্যও পরিচিত। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশে সাফল্যের জন্য পড়ুয়াদের প্রস্তুত করা হয় এখানে। তবে কলকাতার কোনও স্কুল এবারের তালিকায় প্রথম দশে নেই।
advertisement
4/15
আইআইআরএফ-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে কর্ণাটকের দিল্লি পাবলিক স্কুল। হাজারের মধ্যে ৮৫৮ নম্বর পেয়েছে তারা।
আইআইআরএফ-এর তালিকায় প্রথম স্থানে রয়েছে কর্ণাটকের দিল্লি পাবলিক স্কুল। হাজারের মধ্যে ৮৫৮ নম্বর পেয়েছে তারা।
advertisement
5/15
আইআইআরএফ-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের বোম্বে স্কটিশ স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৫৭.৫ নম্বর।
আইআইআরএফ-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের বোম্বে স্কটিশ স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৫৭.৫ নম্বর।
advertisement
6/15
আইআইআরএফ-এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনান স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৫৮.২৫ নম্বর।
আইআইআরএফ-এর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনান স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৫৮.২৫ নম্বর।
advertisement
7/15
আইআইআরএফ-এর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের সেন্ট মেরি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৫৫.১৩ নম্বর পেয়েছে।
আইআইআরএফ-এর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের সেন্ট মেরি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৫৫.১৩ নম্বর পেয়েছে।
advertisement
8/15
আইআইআরএফ-এর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৫৩.৩৮।
আইআইআরএফ-এর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাজস্থানের সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৫৩.৩৮।
advertisement
9/15
আইআইআরএফ-এর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৪৭ নম্বর পেয়েছে।
আইআইআরএফ-এর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৪৭ নম্বর পেয়েছে।
advertisement
10/15
advertisement
11/15
আইআইআরএফ-এর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৪৭ নম্বর পেয়েছে।
আইআইআরএফ-এর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে নিউ দিল্লির সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাজারের মধ্যে তারা ৮৪৭ নম্বর পেয়েছে।
advertisement
12/15
আইআইআরএফ-এর তালিকায় সপ্তম স্থানে রয়েছে কর্ণাটকের লিটল রক ইন্ডিয়ান স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৪৭.৮৮ নম্ব
আইআইআরএফ-এর তালিকায় সপ্তম স্থানে রয়েছে কর্ণাটকের লিটল রক ইন্ডিয়ান স্কুল। হাজারের মধ্যে তারা পেয়েছে ৮৪৭.৮৮ নম্ব
advertisement
13/15
আইআইআরএফ-এর তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুম্বইয়ের আরএন পোদ্দার স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৪৯।
আইআইআরএফ-এর তালিকায় অষ্টম স্থানে রয়েছে মুম্বইয়ের আরএন পোদ্দার স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৪৯।
advertisement
14/15
আইআইআরএফ-এর তালিকায় নবম স্থানে রয়েছে দিল্লির ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুল। হাজারের মধ্যে ৮৪৬.৫ নম্বর পেয়েছে।
আইআইআরএফ-এর তালিকায় নবম স্থানে রয়েছে দিল্লির ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুল। হাজারের মধ্যে ৮৪৬.৫ নম্বর পেয়েছে।
advertisement
15/15
আইআইআরএফ-এর তালিকায় দশম স্থানে রয়েছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৪৫.৭৫।
আইআইআরএফ-এর তালিকায় দশম স্থানে রয়েছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। হাজারের মধ্যে তাদের প্রাপ্ত নম্বর ৮৪৫.৭৫।
advertisement
advertisement
advertisement