Top 10 Medical Colleges in India: ডাক্তারি পড়ার স্বপ্ন? রইল দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা, খরচ-নিয়মকানুন সব জানুন

Last Updated:
Top 10 Medical Colleges in India: সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির নিয়ম ও ফি আলাদা হয়। রইল ভারতের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা। জানুন সমস্ত খুঁটিনাটি...
1/12
ডাক্তারি পড়া অনেকেরই স্বপ্ন। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি তো আছেই, সঙ্গে সম্মানও। তবে এর জন্য ভাল কলেজে ভর্তি হওয়া জরুরি। দেশে নামীদামি মেডিক্যাল কলেজের সংখ্যা কম নেই। এই তালিকা করতে বসলে সবার উপরে থাকবে AIIMS, PGIMER, CMC Vellore-এর মতো প্রতিষ্ঠান।
ডাক্তারি পড়া অনেকেরই স্বপ্ন। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি তো আছেই, সঙ্গে সম্মানও। তবে এর জন্য ভাল কলেজে ভর্তি হওয়া জরুরি। দেশে নামীদামি মেডিক্যাল কলেজের সংখ্যা কম নেই। এই তালিকা করতে বসলে সবার উপরে থাকবে AIIMS, PGIMER, CMC Vellore-এর মতো প্রতিষ্ঠান।
advertisement
2/12
সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির নিয়ম ও ফি আলাদা হয়। কেউ যদি মেডিক্যালে কেরিয়ার গড়তে চান, তাহলে এই তালিকা তাঁর কাজে লাগবে। এখানে ভারতের সেরা ১০টি মেডিক্যাল কলেজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির নিয়ম ও ফি আলাদা হয়। কেউ যদি মেডিক্যালে কেরিয়ার গড়তে চান, তাহলে এই তালিকা তাঁর কাজে লাগবে। এখানে ভারতের সেরা ১০টি মেডিক্যাল কলেজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।
advertisement
3/12
এইমস দিল্লি (AIIMS Delhi): ভারতের সেরা মেডিক্যাল প্রতিষ্ঠান। এখানে MBBS থেকে শুরু করে MD/MS পর্যন্ত সব কোর্স পড়ানো হয়। AIIMS-এর সারা দেশে ৯টি শাখা থাকলেও দিল্লির AIIMS সবচেয়ে বড় ও নামকরা। এখানে MBBS-এর বার্ষিক ফি মাত্র ১,৬৪৮ টাকা। হোস্টেলের জন্য বছরে ২,০০০ টাকা দিতে হয়। ভর্তি হতে হলে NEET পরীক্ষায় ভাল র‍্যাঙ্ক বাধ্যতামূলক।
এইমস দিল্লি (AIIMS Delhi): ভারতের সেরা মেডিক্যাল প্রতিষ্ঠান। এখানে MBBS থেকে শুরু করে MD/MS পর্যন্ত সব কোর্স পড়ানো হয়। AIIMS-এর সারা দেশে ৯টি শাখা থাকলেও দিল্লির AIIMS সবচেয়ে বড় ও নামকরা। এখানে MBBS-এর বার্ষিক ফি মাত্র ১,৬৪৮ টাকা। হোস্টেলের জন্য বছরে ২,০০০ টাকা দিতে হয়। ভর্তি হতে হলে NEET পরীক্ষায় ভাল র‍্যাঙ্ক বাধ্যতামূলক।
advertisement
4/12
পিজিআইএমইআর, চণ্ডীগড় (PGIMER Chandigarh): এই কলেজের প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। এটি মূলত উচ্চশিক্ষা স্তরের কোর্স যেমন MD/MS-এর জন্য বিখ্যাত। এখানে মোট ৬১০টি আসন রয়েছে। MBBS-এর ফি জেনারেল ক্যাটেগরির জন্য ২৪,৯৭৯ টাকা এবং SC ক্যাটেগরির জন্য ১৯,৮৭৯ টাকা।
পিজিআইএমইআর, চণ্ডীগড় (PGIMER Chandigarh): এই কলেজের প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। এটি মূলত উচ্চশিক্ষা স্তরের কোর্স যেমন MD/MS-এর জন্য বিখ্যাত। এখানে মোট ৬১০টি আসন রয়েছে। MBBS-এর ফি জেনারেল ক্যাটেগরির জন্য ২৪,৯৭৯ টাকা এবং SC ক্যাটেগরির জন্য ১৯,৮৭৯ টাকা।পিজিআইএমইআর, চণ্ডীগড় (PGIMER Chandigarh): এই কলেজের প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। এটি মূলত উচ্চশিক্ষা স্তরের কোর্স যেমন MD/MS-এর জন্য বিখ্যাত। এখানে মোট ৬১০টি আসন রয়েছে। MBBS-এর ফি জেনারেল ক্যাটেগরির জন্য ২৪,৯৭৯ টাকা এবং SC ক্যাটেগরির জন্য ১৯,৮৭৯ টাকা।
advertisement
5/12
ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ, ভেল্লোর (CMC Vellore): বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে গবেষণার ক্ষেত্রেও বিশেষ খ্যাতি অর্জন করেছে। এটি তামিলনাড়ুর ভেল্লোরে অবস্থিত। এখানে MBBS-এর এক বছরের ফি ৫২,৮৩০ টাকা। ভর্তির জন্য দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর এবং NEET পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক দরকার।
ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ, ভেল্লোর (CMC Vellore): বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে গবেষণার ক্ষেত্রেও বিশেষ খ্যাতি অর্জন করেছে। এটি তামিলনাড়ুর ভেল্লোরে অবস্থিত। এখানে MBBS-এর এক বছরের ফি ৫২,৮৩০ টাকা। ভর্তির জন্য দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর এবং NEET পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক দরকার।
advertisement
6/12
নিইমহানস, বেঙ্গালুরু (NIMHANS, Bengaluru): কর্নাটকের বেঙ্গালুরুতে অবস্থিত এই সরকারি প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞানের জন্য বিখ্যাত। এটি মূলত পিজি এবং ডক্টোরাল লেভেলের কোর্স করায়। এখানে MD কোর্সের মোট ফি ১.৮২ লক্ষ টাকা।
নিইমহানস, বেঙ্গালুরু (NIMHANS, Bengaluru): কর্নাটকের বেঙ্গালুরুতে অবস্থিত এই সরকারি প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য ও স্নায়ুবিজ্ঞানের জন্য বিখ্যাত। এটি মূলত পিজি এবং ডক্টোরাল লেভেলের কোর্স করায়। এখানে MD কোর্সের মোট ফি ১.৮২ লক্ষ টাকা।
advertisement
7/12
সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, লখনউ: এই প্রতিষ্ঠানটির শুরু হয় ১৯৮৩ সালে এবং এটি প্রধানত পিজি কোর্সের জন্য বিখ্যাত। এখানে MD-এর তিন বছরের জন্য প্রতি বছর ৩৫ হাজার টাকা করে ফি দিতে হয়।
সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, লখনউ: এই প্রতিষ্ঠানটির শুরু হয় ১৯৮৩ সালে এবং এটি প্রধানত পিজি কোর্সের জন্য বিখ্যাত। এখানে MD-এর তিন বছরের জন্য প্রতি বছর ৩৫ হাজার টাকা করে ফি দিতে হয়।
advertisement
8/12
অমৃত বিশ্ব বিদ্যালয়, কোয়েম্বাটুর: বেসরকারি ‘ডিমড’ বিশ্ববিদ্যালয়। এর ৭টি ক্যাম্পাস এবং ১৬টি স্কুল রয়েছে দেশজুড়ে। MBBS কোর্সটি মূলত কোচিতে অবস্থিত অমৃতা স্কুল অব মেডিসিন-এ পড়ানো হয়। প্রথম বছরের ফি ১৮.৬৮ লক্ষ টাকা এবং ভর্তি NEET-এর মাধ্যমে হয়।
অমৃত বিশ্ব বিদ্যালয়, কোয়েম্বাটুর: বেসরকারি ‘ডিমড’ বিশ্ববিদ্যালয়। এর ৭টি ক্যাম্পাস এবং ১৬টি স্কুল রয়েছে দেশজুড়ে। MBBS কোর্সটি মূলত কোচিতে অবস্থিত অমৃতা স্কুল অব মেডিসিন-এ পড়ানো হয়। প্রথম বছরের ফি ১৮.৬৮ লক্ষ টাকা এবং ভর্তি NEET-এর মাধ্যমে হয়।
advertisement
9/12
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), বারাণসী: সরকার পরিচালিত প্রতিষ্ঠান। এখানে MBBS কোর্সের মোট ফি ১,৩৪,০০০ টাকাa। ভর্তির জন্য NEET পরীক্ষায় পাশ করতে হয়।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), বারাণসী: সরকার পরিচালিত প্রতিষ্ঠান। এখানে MBBS কোর্সের মোট ফি ১,৩৪,০০০ টাকাa। ভর্তির জন্য NEET পরীক্ষায় পাশ করতে হয়।
advertisement
10/12
জিপমের (JIPMER), পুদুচেরি: সরকারি এই প্রতিষ্ঠানটি ১৮২৩ সালে স্থাপিত হয়। এটি এশিয়ার অন্যতম প্রাচীন ইউরোপীয় ধাঁচের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে MBBS কোর্সের বার্ষিক ফি মাত্র ৬,৬০০ টাকা এবং ভর্তি NEET-এর মাধ্যমে হয়।
জিপমের (JIPMER), পুদুচেরি: সরকারি এই প্রতিষ্ঠানটি ১৮২৩ সালে স্থাপিত হয়। এটি এশিয়ার অন্যতম প্রাচীন ইউরোপীয় ধাঁচের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে MBBS কোর্সের বার্ষিক ফি মাত্র ৬,৬০০ টাকা এবং ভর্তি NEET-এর মাধ্যমে হয়।
advertisement
11/12
কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি, লখনউ: ১৯০৫ সালে স্থাপিত। ২০০২ সালে এটি মেডিক্যাল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পায়। এখানে MBBS কোর্সের মোট ফি ২.৪৬ লক্ষ টাকা।
কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি, লখনউ: ১৯০৫ সালে স্থাপিত। ২০০২ সালে এটি মেডিক্যাল ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পায়। এখানে MBBS কোর্সের মোট ফি ২.৪৬ লক্ষ টাকা।
advertisement
12/12
কস্তুরবা মেডিক্যাল কলেজ (KMC), মণিপাল: বেসরকারি মেডিক্যাল কলেজ, যার আরেকটি ক্যাম্পাস ম্যাঙ্গালোরে অবস্থিত। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে MBBS কোর্সের মোট ফি ৪৩.৯৫ লক্ষ টাকা।
কস্তুরবা মেডিক্যাল কলেজ (KMC), মণিপাল: বেসরকারি মেডিক্যাল কলেজ, যার আরেকটি ক্যাম্পাস ম্যাঙ্গালোরে অবস্থিত। এটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে MBBS কোর্সের মোট ফি ৪৩.৯৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
advertisement