Top 10 Medical Colleges in India: ডাক্তারি পড়ার স্বপ্ন? রইল দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা, খরচ-নিয়মকানুন সব জানুন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Top 10 Medical Colleges in India: সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির নিয়ম ও ফি আলাদা হয়। রইল ভারতের সেরা ১০ মেডিক্যাল কলেজের তালিকা। জানুন সমস্ত খুঁটিনাটি...
advertisement
advertisement
এইমস দিল্লি (AIIMS Delhi): ভারতের সেরা মেডিক্যাল প্রতিষ্ঠান। এখানে MBBS থেকে শুরু করে MD/MS পর্যন্ত সব কোর্স পড়ানো হয়। AIIMS-এর সারা দেশে ৯টি শাখা থাকলেও দিল্লির AIIMS সবচেয়ে বড় ও নামকরা। এখানে MBBS-এর বার্ষিক ফি মাত্র ১,৬৪৮ টাকা। হোস্টেলের জন্য বছরে ২,০০০ টাকা দিতে হয়। ভর্তি হতে হলে NEET পরীক্ষায় ভাল র‍্যাঙ্ক বাধ্যতামূলক।
advertisement
পিজিআইএমইআর, চণ্ডীগড় (PGIMER Chandigarh): এই কলেজের প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। এটি মূলত উচ্চশিক্ষা স্তরের কোর্স যেমন MD/MS-এর জন্য বিখ্যাত। এখানে মোট ৬১০টি আসন রয়েছে। MBBS-এর ফি জেনারেল ক্যাটেগরির জন্য ২৪,৯৭৯ টাকা এবং SC ক্যাটেগরির জন্য ১৯,৮৭৯ টাকা।পিজিআইএমইআর, চণ্ডীগড় (PGIMER Chandigarh): এই কলেজের প্রতিষ্ঠা হয় ১৯৬০ সালে। এটি মূলত উচ্চশিক্ষা স্তরের কোর্স যেমন MD/MS-এর জন্য বিখ্যাত। এখানে মোট ৬১০টি আসন রয়েছে। MBBS-এর ফি জেনারেল ক্যাটেগরির জন্য ২৪,৯৭৯ টাকা এবং SC ক্যাটেগরির জন্য ১৯,৮৭৯ টাকা।
advertisement
ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ, ভেল্লোর (CMC Vellore): বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। তবে গবেষণার ক্ষেত্রেও বিশেষ খ্যাতি অর্জন করেছে। এটি তামিলনাড়ুর ভেল্লোরে অবস্থিত। এখানে MBBS-এর এক বছরের ফি ৫২,৮৩০ টাকা। ভর্তির জন্য দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ নম্বর এবং NEET পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক দরকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement