School Holiday: রাজ্য সরকারের ছুটি...! বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস! পুজোর মুখে ফের 'হলিডে', কবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
School Holiday : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক ছুটির তালিকায় জুড়েছে আরও একটি ছুটি। আর তাতেই পুজোর মুখে শপিং আর ছোট্ট লং উইকএন্ডের আনন্দ ডাবল হল পড়ুয়াদের। সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা ছুটির মজা লুটবেন সকলেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই ছুটি ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমরা সব উৎসবকে সমান গুরুত্ব দিই। এখানে দুর্গাপূজা ও ইদে ছুটি পায় সব ধর্মের মানুষ। রঘুনাথ মুর্মু থেকে পঞ্চায়েত বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি দেওয়া হয়। এতদিন করম পূজো ও সবেবরাতে সেকশনাল হলিডে ছিল। কিন্তু দীর্ঘদিনের দাবি মেনে আমরা ঠিক করেছি ওই দুটো দিন পূর্ণদিবস ছুটি দিয়ে দেব।'
advertisement
advertisement