October Holiday List: ছুটি দিয়েই শুরু, অক্টোবরে মাসে দেদার 'স্কুল হলিডে'! গুলিয়ে না যায়, আরও একবার মিলিয়ে দেখুন, রইল লিস্ট

Last Updated:
Total Days School Holiday: যদিও এটা স্কুলগুলির উপরও নির্ভর করবে৷ তবে মোটের উপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সব স্কুল ছুটি৷ বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য টানা ১০ থেকে ১৩ দিন থাকবে স্কুল ছুটি৷ এরপর লক্ষ্মী পুজো ও কালীপুজো উপলক্ষ্যে আবার ৫-৭দিন ছুটি৷ যদিও এই ছুটি হবে ভাগে ভাগে৷
1/13
গোটা অক্টোবর মাসে শুধুই উৎসব৷ দুর্গা পুজো-নবরাত্রি থেকে শুরু করে দিওয়ালি-কালী পুজো, সবই এই একটা মাসে৷ ফলে স্কুল ছুটিও থাকবে অনেকগুলো দিন৷ সারা দেশে একই রকম থাকবে স্কুল ছুটির হার৷
গোটা অক্টোবর মাসে শুধুই উৎসব৷ দুর্গা পুজো-নবরাত্রি থেকে শুরু করে দিওয়ালি-কালী পুজো, সবই এই একটা মাসে৷ ফলে স্কুল ছুটিও থাকবে অনেকগুলো দিন৷ সারা দেশে একই রকম থাকবে স্কুল ছুটির হার৷
advertisement
2/13
উৎসবের মরশুম শুরু। স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য একগুচ্ছ সুখবর আনছে অক্টোবর মাস। সেপ্টেম্বরের পর রয়েছে দারুণ মজার ছুটির খবর।
উৎসবের মরশুম শুরু। স্কুল পড়ুয়া বাচ্চাদের জন্য একগুচ্ছ সুখবর আনছে অক্টোবর মাস। সেপ্টেম্বরের পর রয়েছে দারুণ মজার ছুটির খবর।
advertisement
3/13
ছুটির নির্ধারিত তালিকা বলছে, অক্টোবরে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি প্রচুর ছুটিও রয়েছে। কারণ মহালয়ার পর শুরু হয়ে গিয়েছে পুরোদমে উৎসব।
ছুটির নির্ধারিত তালিকা বলছে, অক্টোবরে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি প্রচুর ছুটিও রয়েছে। কারণ মহালয়ার পর শুরু হয়ে গিয়েছে পুরোদমে উৎসব।
advertisement
4/13
ছুটির নির্ধারিত তালিকা বলছে, অক্টোবরে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি প্রচুর ছুটিও রয়েছে। কারণ মহালয়ার পর শুরু হয়ে গিয়েছে পুরোদমে উৎসব।
ছুটির নির্ধারিত তালিকা বলছে, অক্টোবরে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি প্রচুর ছুটিও রয়েছে। কারণ মহালয়ার পর শুরু হয়ে গিয়েছে পুরোদমে উৎসব।
advertisement
5/13
যদিও এটা স্কুলগুলির উপরও নির্ভর করবে৷ তবে মোটের উপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সব স্কুল ছুটি৷ বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য টানা ১০ থেকে ১৩ দিন থাকবে স্কুল ছুটি৷ এরপর লক্ষ্মী পুজো ও কালীপুজো উপলক্ষ্যে আবার ৫-৭দিন ছুটি৷ যদিও এই ছুটি হবে ভাগে ভাগে৷
যদিও এটা স্কুলগুলির উপরও নির্ভর করবে৷ তবে মোটের উপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সব স্কুল ছুটি৷ বিশেষ করে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য টানা ১০ থেকে ১৩ দিন থাকবে স্কুল ছুটি৷ এরপর লক্ষ্মী পুজো ও কালীপুজো উপলক্ষ্যে আবার ৫-৭দিন ছুটি৷ যদিও এই ছুটি হবে ভাগে ভাগে৷
advertisement
6/13
পড়ুয়ারা স্কুল বা কলেজে যেতে ভালবাসলেও সবাই অধীর আগ্রহে একইসঙ্গে অপেক্ষা করে থাকে ছুটির জন্য। আর পড়ুয়াদের ছুটি হলে তা বাবা-মায়েদের জন্যও খুবই জরুরি। কারণ তাঁরা এই বড় বড় ছুটিগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন৷
পড়ুয়ারা স্কুল বা কলেজে যেতে ভালবাসলেও সবাই অধীর আগ্রহে একইসঙ্গে অপেক্ষা করে থাকে ছুটির জন্য। আর পড়ুয়াদের ছুটি হলে তা বাবা-মায়েদের জন্যও খুবই জরুরি। কারণ তাঁরা এই বড় বড় ছুটিগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন৷
advertisement
7/13
অক্টোবর ২০২৪-এর জন্য দেশের স্কুলগুলির ছুটির তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এই তালিকা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা স্কুল ক্যালেন্ডারে দেওয়া হয়েছে।
অক্টোবর ২০২৪-এর জন্য দেশের স্কুলগুলির ছুটির তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এই তালিকা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা দ্বারা স্কুল ক্যালেন্ডারে দেওয়া হয়েছে।
advertisement
8/13
তাই মাস পড়তে না পড়তেই ছুটির লিস্ট মেলানো শুরু হয়েছে। পুজোর ছুটি তো রয়েছেই, সঙ্গে শনি-রবিবারের উপরি ছুটি৷ দুর্গাপুজোর প্রায় গোটা দেশেই ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। ফলে সব জায়গায় থাকে ছুটি আমেজ৷
তাই মাস পড়তে না পড়তেই ছুটির লিস্ট মেলানো শুরু হয়েছে। পুজোর ছুটি তো রয়েছেই, সঙ্গে শনি-রবিবারের উপরি ছুটি৷ দুর্গাপুজোর প্রায় গোটা দেশেই ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। ফলে সব জায়গায় থাকে ছুটি আমেজ৷
advertisement
9/13
অক্টোবর মাস শুরু হয়ে গেছে। শুরুতেই ছিল গান্ধি জয়ন্তির ছুটি৷ এরপর এক এক করে আসছে ছুটির তালিকা৷ স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে প্রত্যাশা করে থাকে, কিন্তু এর বাইরেও সারা বছর ধরে অনেকগুলি ছুটি পালন করা হয় দেশে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয় যার মধ্যে পুজোর ছুটি অন্যতম৷
অক্টোবর মাস শুরু হয়ে গেছে। শুরুতেই ছিল গান্ধি জয়ন্তির ছুটি৷ এরপর এক এক করে আসছে ছুটির তালিকা৷ স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে প্রত্যাশা করে থাকে, কিন্তু এর বাইরেও সারা বছর ধরে অনেকগুলি ছুটি পালন করা হয় দেশে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয় যার মধ্যে পুজোর ছুটি অন্যতম৷
advertisement
10/13
এবার চলুন দেখে নেওয়া যাক অক্টোবর ২০২৪-এর স্কুল ছুটির তালিকা জুড়ে কী কী সুখবর আছে। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা সম্ভবত রাজ্য ব্যতিরেকে পরিবর্তিত হবে।
এবার চলুন দেখে নেওয়া যাক অক্টোবর ২০২৪-এর স্কুল ছুটির তালিকা জুড়ে কী কী সুখবর আছে। যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা সম্ভবত রাজ্য ব্যতিরেকে পরিবর্তিত হবে।
advertisement
11/13
১০, ১১, ১২, ১৩ অক্টোবর দুর্গাপুজোর ছুটি। এই উপলক্ষে দেশের অনেক রাজ্যে সরকারি ছুটি রয়েছে। ছুটি থাকবে এই রাজ্যেও সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
১০, ১১, ১২, ১৩ অক্টোবর দুর্গাপুজোর ছুটি। এই উপলক্ষে দেশের অনেক রাজ্যে সরকারি ছুটি রয়েছে। ছুটি থাকবে এই রাজ্যেও সরকারি স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।
advertisement
12/13
এরপর ১৭ অক্টোবর লক্ষ্মীপুজো বা বাল্মিকী জয়ন্তি হিসেবেও রয়েছে ছুটি৷ এরপর, ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে থাকছে ঐচ্ছিক ছুটি। বুধবার, ৩০ অক্টোবরও দিওয়ালির অধীনে রয়েছে আরও একটি ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষ্যে ৩১ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে।
এরপর ১৭ অক্টোবর লক্ষ্মীপুজো বা বাল্মিকী জয়ন্তি হিসেবেও রয়েছে ছুটি৷ এরপর, ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষ্যে থাকছে ঐচ্ছিক ছুটি। বুধবার, ৩০ অক্টোবরও দিওয়ালির অধীনে রয়েছে আরও একটি ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষ্যে ৩১ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি থাকবে।
advertisement
13/13
তবে এগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়। ২০২৪ সালের অক্টোবরে নির্দিষ্ট দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে। যদিও রাজ্য বিশেষে এই তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
তবে এগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়। ২০২৪ সালের অক্টোবরে নির্দিষ্ট দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে। যদিও রাজ্য বিশেষে এই তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে। দেখে নিন সম্পূর্ণ তালিকা।
advertisement
advertisement
advertisement