Scholarship: উচ্চশিক্ষায় স্কলারশিপ দেন শাহরুখ খানও! কী ভাবে মেলে সেই বৃত্তি, কারাই বা আবেদন করতে পারেন, জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গেটস স্কলারশিপ (TGS) এর লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করা। তবে এটি একটি প্রতিযোগিতামূলক বৃত্তি এবং উচ্চ অ্যাকাডেমিক পারফরম্যান্স বিচার করে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা হয়। টিউশন ফি, থাকার খরচ, বই এবং পরিবহণের জন্য যাবতীয় খরচ কভার করে এই বৃত্তি৷ অন্যান্য ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত হতে পারে এই বৃত্তিতে।
পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ! সেটাও আবার দিচ্ছেন সেলেব্রিটিরা৷ বিল গেটস থেকে, ব্রুস লি৷ এদিকে, সোনু সুদ থেকে শুরু করে বলিউডের বাদশা কিং খান.. সকলেই উচ্চশিক্ষার জন্য দেন স্কলারশিপ৷ ছাত্রছাত্রীরা কী ভাবে পাবে সেই স্কলারশিপ? কারাই বা আবেদন করতে পারবেন? সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নিন এই প্রতিবেদনে৷
advertisement
ইন্দিরা গান্ধি বৃত্তি: একক কন্যাসন্তানদের স্নাতকোত্তর কোর্সের জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)-এর এই স্কলারশিপ দেয়। সিঙ্গল গার্ল চাইল্ডের জন্য পোস্ট গ্র্যাজুয়েট ইন্দিরা গান্ধি স্কলারশিপ সর্বস্তরে কন্যাদের উচ্চশিক্ষার খরচ দিয়ে থাকে। প্রার্থীরা প্রতি মাসে ৩,১০০ টাকা মাসিক বৃত্তি পান। কারা আবেদন করতে পারেন: যেসব মেয়ের কোনও ভাই বা বোন নেই বা যাঁরা যমজ কন্যা তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। পিজি কোর্সে ভর্তির সময় মেয়েটির বয়স ৩০ বছরের বেশি হলে এই বৃত্তির জন্য আবেদন করা যায় না। নির্বাচন পদ্ধতি: যে প্রার্থীরা কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ-সময়ের স্নাতকোত্তর স্তরে ভর্তি রয়েছেন এবং প্রয়োজনীয় শর্তগুলিও পালন করছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। কোথায় আবেদন করতে হবে: https://sgc.ugc.ac.in/
advertisement
গেটস স্কলারশিপ: গেটস স্কলারশিপ (TGS) এর লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করা। তবে এটি একটি প্রতিযোগিতামূলক বৃত্তি এবং উচ্চ অ্যাকাডেমিক পারফরম্যান্স বিচার করে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা হয়। টিউশন ফি, থাকার খরচ, বই এবং পরিবহণের জন্য যাবতীয় খরচ কভার করে এই বৃত্তি৷ অন্যান্য ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত হতে পারে এই বৃত্তিতে। কারা আবেদন করতে পারে: ৪.০ স্কেলে ন্যূনতম ৩.৩ এর জিপিএ থাকা শিক্ষার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারেন, তবে, সেই শিক্ষার্থীর 'অসামান্য অ্যাকাডেমিক রেকর্ড' থাকতে হবে৷ নির্বাচন পদ্ধতি: শিক্ষাগত মেধার উপর ভিত্তি করেই শিক্ষার্থীদের বাছাই করা হয়। কোথায় আবেদন করতে হবে: https://www.thegatesscholarship.org/scholarship
advertisement
আব্দুল কালাম বৃত্তি: ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন প্রদত্ত ডঃ এপিজে আব্দুল কালাম ইগনাইট অ্যাওয়ার্ড, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি) প্রদত্ত আবদুল কালাম টেকনোলজি ইনোভেশন ন্যাশনাল ফেলোশিপ সহ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ এপিজে আব্দুল কালামের নামে বেশ কিছু বৃত্তি প্রদান করা হয়। শুধু জাতীয় নয়, কালামের নামে অনেক আন্তর্জাতিক ফেলোশিপও দেওয়া হয়, যার মধ্যে রয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল আবদুল কালাম পিজি ফেলোশিপ, সিডনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবদুল কালাম ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ।
advertisement
কারা যোগ্য: বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এখানে। নির্বাচন পদ্ধতি: এই বৃত্তিগুলির বেশিরভাগই মার্কসের উপর ভিত্তি করে হয়, তবে, শিক্ষার্থীদের সামগ্রিক প্রোফাইলও মূল্যায়ন করা হয় এক্ষেত্রে। আবেদন করার আগে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চেক করতে হবে। কোথায় আবেদন করতে হবে: আবেদন প্রক্রিয়া এবং বৃত্তির বিশদ বিবরণ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া গেলেও শিক্ষার্থীরা বিস্তারিত জানার জন্য education.gov.in-এও উল্লেখ করতে পারেন।
advertisement
সোনু সুদ: অভিনেতা সোনু সুদের মা, প্রফেসর সরোজ সুদের নামে নামকরণ করা হয়েছে এই বৃত্তির৷ এই বৃত্তির লক্ষ্য ছাত্রদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা করা। বৃত্তিটি শুধুমাত্র অংশীদারি বিশ্ববিদ্যালয়ের জন্যেই বৈধ৷ যেমন, বুদ্ধ বিশ্ববিদ্যালয় এবং দেশ ভগত বিশ্ববিদ্যালয়। এই বৃত্তির অধীনে, সংশ্লিষ্ট পড়ুয়ার ১০০% টিউশন ফি মকুব করা হয়। কারা আবেদন করতে পারেন: যে সকল শিক্ষার্থীর কোর্স সম্পর্কিত ভর্তির যোগ্যতা রয়েছে৷ তবে, কোভিডের সময় যে সমস্ত পড়ুয়া তাঁদের পিতামাতা বা পরিবারের উপার্জনকারী সদস্যকে হারিয়েছে, এই বৃত্তির ক্ষেত্রে এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। নির্বাচন পদ্ধতি: এটি একটি প্রয়োজন-ভিত্তিক বৃত্তি, তবে একজন শিক্ষার্থীর সামগ্রিক পোর্টফোলিওকেও বিবেচনায় নেওয়া হয় এখানে। কোথায় আবেদন করতে হবে : HTTPS://SOODCHARITYFOUNDATION.ORG/
advertisement
শাহরুখ খান: অভিনেতা শাহরুখ খানের সংস্থা অস্ট্রেলিয়ার LaTrobe বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ইচ্ছুক মহিলাদের বৃত্তি প্রদান করে। বৃত্তির অংশ হিসাবে, সুবিধাভোগীরা $3,000 AUD ভ্রমণ ভাতা এবং $32,500 মূল্যের সাড়ে তিন বছরের অনুদান পান। কে আবেদন করতে পারেন: LaTrobe বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে আগ্রহী ভারতীয় মহিলারা বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং উচ্চ স্তরের অ্যাকাডেমিক কৃতিত্ব থাকতে হবে। নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের প্রথমে এ বিষয়ে আগ্রহ জানিয়ে আবেদন জমা দিতে হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর হবে মূল্যায়ন৷ কোথায় আবেদন করতে হবে : https://www.latrobe.edu.au/industry-and-community/partnerships/indian-film-festival/srk/phd-scholarship