Madhyamik Examination 2025: কনকনে ঠান্ডায় কাঁপছে পড়ুয়ারা! মাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিতে পরীক্ষা কেন্দ্রে হিটারের ব্যবস্থা
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
Madhyamik Examination 2025: দার্জিলিংয়ের ‘হাই অলটিটিউড’ এলাকা গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুমেই লাগানো হল হিটার। কনকনে ঠান্ডা থেকে ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিতেই এই রাজকীয় ব্যবস্থা।
advertisement
advertisement
advertisement
মূলত দার্জিলিংয়ের সুখিয়া পোখরি হাই স্কুল এবং মানেভঞ্জন হাই স্কুল প্রথম দিনে শুধুমাত্র এই দুই স্কুলেই রয়েছে হিটারের ব্যবস্থা ছিল। যদিও এই প্রসঙ্গে জেলার মাধ্যমিক পরীক্ষার কনভেনার অনিল শর্মা জানান পাহাড়ে ঠান্ডা থাকার কারণে প্রথম দিনে দুটি হাইওলটিটিউড এলাকায় হিটারের ব্যবস্থা থাকলেও আজ থেকে পাহাড়ের প্রত্যেকটি সেন্টারেই হিটারের ব্যবস্থা করা হবে।
advertisement








