Knowledge Story: ট্রেনে উঠে একেবারে নিশ্চিত হয়ে যান! সাত সমুদ্র তেরো নদী নয়, পেরোতে হয় ১৬ নদী, ৮৬ শহর

Last Updated:
Knowledge Story: বিশেষ বিষয় হল যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনের গাড়িতে উঠলে কোথাও তাদের কোচ বদলাতে হবে না। এই ট্রেনটি উত্তর কোরিয়া থেকে মাসে দুবার রাশিয়া যায়।
1/6
মস্কো: বেড়ানো মানেই এখনও বেশিরভাগ মানুষের কাছেই ট্রেনে চাপা৷ বেড়াতে যাওয়ার জন্য প্লেন, গাড়ি, বাস থাকলেও ট্রেনের জনপ্রিয়তা দারুণ৷  ট্রেন এখনও সারা বিশ্বে পরিবহনের দারুণ মাধ্যম । আপনিও নিশ্চয় ট্রেনে এক কিম্বা দু রাতের যাত্রা করেছেন৷  মানুষকে সারা বিশ্বে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে বাধ্য করে। বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা কত দিনে শেষ হয় জানেন? আপনি যদি ভাবছেন যে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা দুই-চার দিনে শেষ হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। 
মস্কো: বেড়ানো মানেই এখনও বেশিরভাগ মানুষের কাছেই ট্রেনে চাপা৷ বেড়াতে যাওয়ার জন্য প্লেন, গাড়ি, বাস থাকলেও ট্রেনের জনপ্রিয়তা দারুণ৷  ট্রেন এখনও সারা বিশ্বে পরিবহনের দারুণ মাধ্যম । আপনিও নিশ্চয় ট্রেনে এক কিম্বা দু রাতের যাত্রা করেছেন৷  মানুষকে সারা বিশ্বে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে বাধ্য করে। বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা কত দিনে শেষ হয় জানেন? আপনি যদি ভাবছেন যে বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা দুই-চার দিনে শেষ হবে, তাহলে আপনি ভুল ভাবছেন। 
advertisement
2/6
সম্পূর্ণ হতে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট সময় লাগে৷ রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরের মধ্যে ট্রেন চলাচল করতে এত সময় লাগে।
সম্পূর্ণ হতে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট সময় লাগে৷ রাশিয়ার মস্কো শহর থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং শহরের মধ্যে ট্রেন চলাচল করতে এত সময় লাগে।
advertisement
3/6
মস্কো থেকে পিয়ংইয়ং যাত্রা পৃথিবীর দীর্ঘতম ট্রেন যাত্রা। ট্রান্স-সাইবেরিয়ান ট্রেনটি রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত ১০,২১৪ কিলোমিটার দূরত্ব একটি ট্রেন রুটে জুড়ে যায়। এই দীর্ঘ রুটে চলার পথে ট্রেনটি ১৬টি বড় নদী পার করে৷ পাশাপাশি ৮৭টি শহরের মধ্য দিয়ে যায়। পুরো সপ্তাহের এই যাত্রায় প্রাকৃতিক নিসর্গের শোভা থাকে অপরূপ৷ তার পাশাপাশি এই যাত্রাপথে ধৈর্য্য রাখাও একটা বড় পরীক্ষা হয়ে যায়৷ 
মস্কো থেকে পিয়ংইয়ং যাত্রা পৃথিবীর দীর্ঘতম ট্রেন যাত্রা। ট্রান্স-সাইবেরিয়ান ট্রেনটি রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত ১০,২১৪ কিলোমিটার দূরত্ব একটি ট্রেন রুটে জুড়ে যায়। এই দীর্ঘ রুটে চলার পথে ট্রেনটি ১৬টি বড় নদী পার করে৷ পাশাপাশি ৮৭টি শহরের মধ্য দিয়ে যায়। পুরো সপ্তাহের এই যাত্রায় প্রাকৃতিক নিসর্গের শোভা থাকে অপরূপ৷ তার পাশাপাশি এই যাত্রাপথে ধৈর্য্য রাখাও একটা বড় পরীক্ষা হয়ে যায়৷ 
advertisement
4/6
ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ১৯১৬ সালে শুরু হয়েছিল। ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়েও যাত্রীদের মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত নিয়ে যায়। এই রুটটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট। এই রুটে চলাচলকারী ট্রেন পাহাড় ও বনের মধ্য দিয়ে যায়।
ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ১৯১৬ সালে শুরু হয়েছিল। ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়েও যাত্রীদের মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত নিয়ে যায়। এই রুটটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট। এই রুটে চলাচলকারী ট্রেন পাহাড় ও বনের মধ্য দিয়ে যায়।
advertisement
5/6
যাত্রা শুরু হয় পিয়ংইয়ং থেকে একটি ট্রেনের গাড়ি উত্তর কোরিয়া থেকে রাশিয়ার মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টকে আসা যাত্রীদের নিয়ে আসে৷ এখানে এই ট্রেন গাড়িটি ভ্লাদিভোস্টক থেকে মস্কোগামী ট্রেনের পিছনে যোগ দেয়। বিশেষ বিষয় হল যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনের গাড়িতে উঠলে কোথাও তাদের কোচ বদলাতে হবে না। এই ট্রেনটি উত্তর কোরিয়া থেকে মাসে দুবার রাশিয়া যায়।
যাত্রা শুরু হয় পিয়ংইয়ং থেকে একটি ট্রেনের গাড়ি উত্তর কোরিয়া থেকে রাশিয়ার মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টকে আসা যাত্রীদের নিয়ে আসে৷ এখানে এই ট্রেন গাড়িটি ভ্লাদিভোস্টক থেকে মস্কোগামী ট্রেনের পিছনে যোগ দেয়। বিশেষ বিষয় হল যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনের গাড়িতে উঠলে কোথাও তাদের কোচ বদলাতে হবে না। এই ট্রেনটি উত্তর কোরিয়া থেকে মাসে দুবার রাশিয়া যায়।
advertisement
6/6
একইভাবে এক মাসে রাশিয়া থেকে পিয়ংইয়ং পর্যন্ত চারটি ট্রেন চলাচল করে। মস্কো থেকে ট্রেন পিয়ংইয়ং যায় না। আসলে, ট্রেনটি পিয়ংইয়ংগামী ট্রেনের বগিগুলিকে উত্তর কোরিয়ার তুমাঙ্গেন স্টেশনে নিয়ে আসে। এখান থেকে এই কোচগুলো পিয়ংইয়ংগামী আরেকটি ট্রেনের পেছনে সংযুক্ত করা হয়েছে।
একইভাবে এক মাসে রাশিয়া থেকে পিয়ংইয়ং পর্যন্ত চারটি ট্রেন চলাচল করে। মস্কো থেকে ট্রেন পিয়ংইয়ং যায় না। আসলে, ট্রেনটি পিয়ংইয়ংগামী ট্রেনের বগিগুলিকে উত্তর কোরিয়ার তুমাঙ্গেন স্টেশনে নিয়ে আসে। এখান থেকে এই কোচগুলো পিয়ংইয়ংগামী আরেকটি ট্রেনের পেছনে সংযুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
advertisement