অবসরের পর কি পেনশন পান রাজ্যপাল, ৯৯ শতাংশ মানুষেরই কোনও ধারণা নেই, আপনি জানেন তো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কলকাতা: রাজ্যপালের নিয়োগ করেন রাষ্ট্রপতি৷ এক জন রাজ্যপালের কার্যকাল হয় ৫ বছর৷ কিন্তু সাধারণ মানুষ রাজ্যপালের সম্পর্কে বিশেষ কিছুই জানেন না৷ আপনি কি জানেন যে ভারতের রাজ্যগুলিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যপালরা কার্যকাল শেষ করার পরে পেনশন পান কি না? নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর জানলে অবাক হবেন৷ অবসর গ্রহণের পর গভর্নররা কী কী সুযোগ-সুবিধা পান, সেই প্রশ্নের উত্তরও সহজ নয়।
advertisement
যখন গভর্নর পদে থাকেন, তখন তিনি খুব ভাল সাম্মানিক পান। মাসে তাঁদের বেতন সাড়ে তিন লক্ষ টাকা। তাঁরা যে রাজ্যের দায়িত্ব পান সেখানে বিশাল প্রাসাদপম বাসস্থান পান। যেমন পশ্চিমবঙ্গের রাজ্যপাল যেখানে থাকেন সেটিকে রাজভবন বলা হয়৷ চাকর-কর্মচারীদের এক বিশাল দলবল পান৷ রাষ্ট্রপতির পর কেউ যদি এত সুযোগ-সুবিধা ও বেতন পান, তবে তিনি হলেন রাজ্যপাল।
advertisement
advertisement
advertisement
advertisement
অবসর গ্রহণের পর রাজ্যপাল কী পান একজন গভর্নর বা রাজ্যপাল অবসর নিলে সরকার তাঁকে কোনও বাসস্থানের ব্যবস্থা করে দেয় না এমনকি অবসর গ্রহণের পর কোনও পেনশন বা ভাতাও দেয় না। তাঁরা একটি মাত্র ভাতা পান, যা চিকিৎসা সংক্রান্ত। তাই কোনও প্রাক্তন রাজ্যপাল অসুস্থ হলে তাদের যাবতীয় খরচ সরকারই বহন করে৷ শুধুমাত্র চিকিৎসা পরিষেবা ছাড়া তাঁদের সকল খরচ তাঁদের নিজেদেরই বহন করতে হয়। ১৯৮২ আইনে রাজ্যপালের পেনশনের কোনও বিধান নেই।
advertisement
এর পর কিছুই পাবেন না দিল্লিতে বসবাসরত একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন রাজ্যপালের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে রাজ্যপাল সরকারের কাছ থেকে একটি পয়সাও পান না, তাঁকে নিজের সমস্ত ব্যবস্থা নিজেকেই করতে হয়। তবে এটাও আশ্চর্যের বিষয় যে, যে দেশে রাষ্ট্রপতি থেকে একজন সাধারণ বিধায়ক পর্যন্ত সবাই অবসর গ্রহণের পর পেনশনের সুযোগ-সুবিধা পান, সেখানে রাজ্যপালকে কেন বঞ্চিত রাখা হয়।