করোনা মহামারীর কবলে পড়ে প্রায় দু’বছর আমাদের দেশের সমস্ত স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এই সময়ের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসরুমে গিয়ে শিক্ষাগ্রহণ করার পরিবর্তে বাড়িতে অনলাইনেই বেশি অভ্যস্ত হয়ে পড়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হতেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় অনেক শিক্ষার্থীরাই (How To Deal Exam Stress) সমস্যায় পড়ে গিয়েছেন।
অনলাইন থেকে অফলাইন
অফলাইন পরীক্ষা (Board Exam2022 ) মানেই যে গাদা গাদা বড় প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে এমনটা কিন্তু নয়। বরং শিক্ষার্থীদের এটা বোঝাতে হবে যে, যে কোনও বড় প্রশ্ন মানেই অনেকগুলি ছোট ছোট প্রশ্নের সমষ্টি। এতে করে শিক্ষার্থীদের (How To Deal Exam Stress) মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং ভয় কমবে।