Exam Tips: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Tips for Success in Navodaya Sainik School Exam: বিহারের পূর্ণিয়ার ঝিলটোলা এলাকায় অবস্থিত নবোদয় হাউস কোচিং ইনস্টিটিউট-এর অভিজ্ঞ শিক্ষক অঞ্জেশ কুমার জানালেন নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলে ভর্তির পরীক্ষায় পাশ করতে কেমন হওয়া উচিত পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্ব৷
advertisement
advertisement
advertisement
advertisement
বিহারের পূর্ণিয়ার ঝিলটোলা এলাকায় অবস্থিত নবোদয় হাউস কোচিং ইনস্টিটিউট-এর অভিজ্ঞ শিক্ষক অঞ্জেশ কুমার জানালেন নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলে ভর্তির পরীক্ষায় পাশ করতে কেমন হওয়া উচিত পরীক্ষার্থীদের প্রস্তুতি পর্ব৷ তিনি জানালেন কঠিন হলেও সঠিক উপায়ে খুব সহজেই পাশ করা যায় এই দুই স্কুলের অ্যাডমিশন টেস্টে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শিক্ষকের মতে, বাবা-মা-কে সবসময় বাচ্চার প্রশংসা করতে হবে। পড়াশোনার নজরদারির পাশাপাশি মানসিক সমর্থনও দিতে হবে। তিনি বলেছেন, শুধু কোচিং বা স্কুলের ওপর নির্ভর করা যাবে না। বাড়ির পরিবেশ আর বাবা-মা-র অংশগ্রহণই সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।শেষে তিনি পরামর্শ দিয়েছেন, বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাবের সঙ্গে সঠিক রুটিন, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস থাকলে তারা অবশ্যই নবোদয় আর সৈনিক ভর্তি পরীক্ষায় সফল হবে। Representative Image
