লালসা থেকে নিস্তার পেল না মেয়ে কুকুরও, যৌনাঙ্গে ১১ ইঞ্চির লাঠি ঢুকিয়ে চলল বীভৎস অত্যাচার !
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মেয়ে হলে আর রক্ষে নেই ৷ শুধু এক মাসের কন্যা সন্তান বা ৯০-এর বৃদ্ধাই নয়, নিস্তার নেই মেয়ে কুকুর থেকে গরুরও ৷ বিকৃত যৌন পিপাসা পূরণের শিকার হয় অবলা মেয়ে প্রাণীরাও ৷ সম্প্রতি বাণিজ্যনগরী মুম্বইয়ে এমনই গা শিউরানো এক ঘটনা সামনে এসেছে ৷ অমানুষিক যৌন নির্যাতনের শিকার এক সারমেয় ৷ অবলা কুকুরটির যৌনাঙ্গে ১১ ইঞ্চি লম্বা লাঠি ঢুকিয়ে চলেছে লাগাতার অত্যাচার! গোটা দেশে উৎসবের মরশুমের মাঝে এই ঘটনায় মানুষ শব্দটার মানে আসলে কী সেই নিয়েই সন্দেহ জাগে ৷
advertisement
নৃশংস, অমানুষিক.. এমন অত্যাচারের বীভৎসতা বর্ণনার জন্য শব্দও কম পড়বে ৷ ঘৃণ্য, বর্বর মানুষের বিকৃত যৌন লালসার শিকার বছর আটেকের এক নিরীহ কুকুর ৷ গত বৃহস্পতিবার ঘটনাটি সামনে আসে মুম্বই পোয়াইয়ের বাসিন্দা দেবী শেঠ নামে এক মহিলা কুকুরটিকে যখন দেখতে পান ৷ রাস্তার নিরীহ কুকুরদের জন্য খাবার ও ওষুধের ব্যবস্থা করেন তিনি ৷ গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানতে পারেন গ্যালেরিয়া মলের সামনে একটি কুকুর মারাত্মক অসুস্থ ও আহত অবস্থায় পড়ে রয়েছে ৷ Representative Image
advertisement
advertisement
advertisement