আসলে কী এই লকডাউন, আগামী ৫দিন কী হতে চলেছে কলকাতায়, দেখে নিন

Last Updated:
২৩ মার্চ বিকেল পাঁচটার পর যা হবে তিলোত্তমায়
1/8
আহমেদাবাকরোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদরে লকডাউনের সিদ্ধান্ত ৷সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷Photo- Collected দ সহ গুজরাতের একাধিক শহর লকডাউনের আওতায় ৷ তালিকায় রয়েছে সুরাত, রাজকোট, বরোদা ৷ Photo- Collected
আহমেদাবাকরোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ২৩টি জেলা সদরে লকডাউনের সিদ্ধান্ত ৷সোমবার বিকেল পাঁচটা থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত ২৭ মার্চ পর্যন্ত চলবে লকডাউন বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার ৷Photo- Collected দ সহ গুজরাতের একাধিক শহর লকডাউনের আওতায় ৷ তালিকায় রয়েছে সুরাত, রাজকোট, বরোদা ৷ Photo- Collected
advertisement
2/8
 বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচদিন কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷
বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচদিন কোনও গণপরিবহন অর্থাৎ বাস, ট্যাক্সি, অটো চলবে না ৷
advertisement
3/8
সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা,ওয়ার্কশপ ৷
সাতজনের বেশি কোনও জমায়েত চলবে না ৷ খুব প্রয়োজনীয় দরকার ছাড়া বাড়ির বাইরে না বেরতে পরামর্শ রাজ্য সরকারের ৷ বন্ধ রাখতে হবে সমস্ত দোকান, অফিস, কলকারখানা,ওয়ার্কশপ ৷
advertisement
4/8
নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷
নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার ৷
advertisement
5/8
তবে ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷
তবে ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা, পুর পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্যাব, চশমার দোকান ৷
advertisement
6/8
 স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷
স্বাস্থ্য সেবা, পুলিশ ও সেনা লকডাউনের আওতার বাইরে ৷
advertisement
7/8
খোলা থাকবে রেশন দোকান, মুদির দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার ৷ খোলা থাকবে পেট্রোল পাম্প
খোলা থাকবে রেশন দোকান, মুদির দোকান, ফল-মাংস-মাছ-সবজি বাজার ৷ খোলা থাকবে পেট্রোল পাম্প
advertisement
8/8
এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷
এমনকী টেলিকম, ব্যাঙ্ক, এটিএম পরিষেবা এবং ই-কর্মাস পরিষেবা লকডাউনের আওতার বাইরে ৷ খাবারের হোম ডেলিভারিও লকডাউনের আওতার বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ৷
advertisement
advertisement
advertisement