এছাড়াও আপেক্ষিক আর্দ্রতার ক্ষেত্রেই কেন্দ্রের পরামর্শ, এসি-তে ঘরে বা অফিসে আর্দ্রতা যেন ৪০ থেকে ৭০ ডিগ্রির মধ্যে থাকে৷ ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং রেফ্রিজারেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনার ইঞ্জিনিয়ার্স এই পরামর্শ কেন্দ্রীয় পূর্ত বিভাগকে জানিয়েছে৷ এরপরেই কেন্দ্র থেকে নয়া অ্যাডভাইজারি দেওয়া হয়েছে৷
অ্যাডভাইজারিতে আরও বলা হচ্ছে, বদ্ধ জায়গায় ব্যাক্টেরিয়া, ফাঙ্গাস অনেক দ্রুত সক্রিয় হয়। তাই যেসব অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা হচ্ছে, সেখানে আগে দরজা-জানলা খুলে ও ফ্যান-এসি চালিয়ে বায়ু চলাচল ঠিক করে নিতে হবে। তবেই বাইরের তাপমাত্রার সঙ্গে ভিতরের তাপমাত্রার একটা সামঞ্জস্য তৈরি হবে। এই আর্দ্রতা ও তাপমাত্রার সঙ্গে সংক্রমণের একটা যোগাযোগ রয়েছে। এই পদ্ধতি অবলম্বন করলে সংক্রমণের সম্ভাবনা অনেক কমবে।