সোনু সুদ জিন্দাবাদ! এবার SpiceJet-এর সঙ্গে হাত মিলিয়ে বিদেশ থেকে ফেরাবেন ১৫০০ পড়ুয়াকে

Last Updated:
স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদেশে আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে ৯টি বিশেষ বিমান সংস্থা চালাবে আগামী ২ মাসে ৷
1/6
▪️বিমান সংস্থা SpiceJet ঘোষণা করল যে রিল ও রিয়াল হিরো সোনু সুদের সঙ্গে হাত মিলিয়ে এবার কির্গিজস্তানে আটকে পড়া ১৫০০জন ভারতীয় পড়ুয়াকে তারা ফিরিয়ে আনবেন৷ এর জন্য আগামী ২ মাস ৯টি বিমান তারা চালাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ৷
▪️বিমান সংস্থা SpiceJet ঘোষণা করল যে রিল ও রিয়াল হিরো সোনু সুদের সঙ্গে হাত মিলিয়ে এবার কির্গিজস্তানে আটকে পড়া ১৫০০জন ভারতীয় পড়ুয়াকে তারা ফিরিয়ে আনবেন৷ এর জন্য আগামী ২ মাস ৯টি বিমান তারা চালাবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ৷
advertisement
2/6
▪️ইতিমধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম বিমানটি উড়ে গিয়েছে কির্গিজস্তানের উদ্দেশ্যে৷ প্রথম বিমানে ১৩৫জন পড়ুয়াকে ফেরানো হবে৷ এদের সকলের বাড়ি বরাণসিতে৷ পূর্ণমাত্রায় লকডাউন চলার সময় এভাবেই একের পর এক পরীযায়ী শ্রমিকদের এভাবেই বাড়ি ফিরিয়েছিলেন অভিনেতা সোনু সুদ৷
▪️ইতিমধ্যেই দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম বিমানটি উড়ে গিয়েছে কির্গিজস্তানের উদ্দেশ্যে৷ প্রথম বিমানে ১৩৫জন পড়ুয়াকে ফেরানো হবে৷ এদের সকলের বাড়ি বরাণসিতে৷ পূর্ণমাত্রায় লকডাউন চলার সময় এভাবেই একের পর এক পরীযায়ী শ্রমিকদের এভাবেই বাড়ি ফিরিয়েছিলেন অভিনেতা সোনু সুদ৷
advertisement
3/6
▪️দু’মাসে কির্গিজস্তান থেকে পড়ুয়াদের ফেরাতে তৎপর স্পাইসজেট৷ সোনু সুদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করছে সংস্থা, জানিয়েছেন স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং৷
▪️দু’মাসে কির্গিজস্তান থেকে পড়ুয়াদের ফেরাতে তৎপর স্পাইসজেট৷ সোনু সুদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করছে সংস্থা, জানিয়েছেন স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং৷
advertisement
4/6
▪️লকডাউনের সময় সোনু এবং একইভাবে স্পাইসজেট অনর্গল কাজ করে গিয়েছে সহ নাগরিকদের বাড়ি ফেরাতে৷ এবার আমরা একত্রে কাজ করতে পেরে খুশি৷ বলছেন অজয়৷
▪️লকডাউনের সময় সোনু এবং একইভাবে স্পাইসজেট অনর্গল কাজ করে গিয়েছে সহ নাগরিকদের বাড়ি ফেরাতে৷ এবার আমরা একত্রে কাজ করতে পেরে খুশি৷ বলছেন অজয়৷
advertisement
5/6
▪️এই কঠিন সময় প্রায় ৪৩০০ কার্গো ফ্লাইট চালিয়ে ২৪হাজার টনের বেশি মাল বহন করেছে স্পাইসজেট৷ এরমধ্যে রয়েছে ওষুধ, ফল, সবজি সহ আরও নিত্যপ্রয়োজনীয় জিনিস৷
▪️এই কঠিন সময় প্রায় ৪৩০০ কার্গো ফ্লাইট চালিয়ে ২৪হাজার টনের বেশি মাল বহন করেছে স্পাইসজেট৷ এরমধ্যে রয়েছে ওষুধ, ফল, সবজি সহ আরও নিত্যপ্রয়োজনীয় জিনিস৷
advertisement
6/6
▪️অন্যদিকে বন্দে ভারত মিশনেও কাজ করেছে স্পাইসজেট৷ ২৫টি বিমানে ৪৫০০ভারতীয়কে রস অল-খাইমাহ, জেড্ডা, রিয়াধ, মাসকট, দম্মন থেকে আহমেদাবাদ, গোয়া, জয়পুর, বেঙ্গালুরু, মুম্বইতে ফিরিয়ে এনেছে তারা৷
▪️অন্যদিকে বন্দে ভারত মিশনেও কাজ করেছে স্পাইসজেট৷ ২৫টি বিমানে ৪৫০০ভারতীয়কে রস অল-খাইমাহ, জেড্ডা, রিয়াধ, মাসকট, দম্মন থেকে আহমেদাবাদ, গোয়া, জয়পুর, বেঙ্গালুরু, মুম্বইতে ফিরিয়ে এনেছে তারা৷
advertisement
advertisement
advertisement