সত্যিই কি বন্ধ হচ্ছে মার্কেট? চাল-ডাল কেনার হিড়িক গৃহস্থের!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
গুজবে কান নয়, স্পষ্ট মুখ্যমন্ত্রীর
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
▪পাশাপাশি একদেশ থেকে অন্য দেশ বা এক রাজ্য থেকে অন্য রাজ্যেও অবাধ যাতায়াতের ওপর কিছুটা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে৷ ফেল আমদানিতেও ঘাটতি হতে পারে বলে ভাবছেন অনেকেই৷ তাই এই ব্যবস্থা ছাড়া উপায় নেই৷ তারই মধ্যে জোর গুজব ছড়িয়ে পড়েছে যে কোলে মার্কেটের মতো পাইকারি বাজারও নাকি পুরোপুরি শাট ডাউন করা হবে৷
advertisement
advertisement
advertisement
▪এর পাশাপাশি সবাইকে সচেতন করতে রাস্তায় নেমেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ চাল-ডাল-তেল-নুন কিনতে যা লম্বা লাইনে দাঁড়িয়েছে, তাদের তিনি নিজে আশ্বস্ত করেছেন যে রাজ্যে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে৷ কোনও গুজবে কান না দিতে তিনিও অনুরোধ করেছেন শহরবাসীকে৷ একইভাবে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷