*পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই মহিলার ছেলে নাবালিকা গণধর্ষণে অভিযুক্ত। পকসো আইনে মামলা চলছে তার বিরুদ্ধে। সম্প্রতি দৌসা জেল থেকে সওয়াই মাধোপুরে সরিয়ে আনা হয়েছে তাঁকে। সেই মামলায় নাম জড়িয়েছিল অভিযোগকারীরও। জেল খাঁটার পর ২০১৯ সালের মার্চে তাঁকে মুক্তি দেয় আদালত। কিন্তু ছেলে জেলেই রয়েছে। প্রতীকী ছবি।