• সংস্থার তরফে জানানো হয়েছে, এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং সবচেয়ে বেশি কার্যকরী । ভ্যাকসিনটি স্টোর করা বা অন্যত্র পরিবহন করাও আগের চেয়ে অনেক বেশি সহজসাধ্য । কারণ অতি শীতল তাপমাত্রা সংরক্ষণের প্রয়োজন পড়ে না এই টিকার ক্ষেত্রে । সংস্থার প্রেসিডেন্ট তথা চিফ এগ্জিকিউটিভ স্ট্যানলি সি ইরেক জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করবেন। ছাড়পত্র পেলে সেপ্টেম্বরের মধ্যে ১০ কোটি ভ্যাকসিনের ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে নোভাভ্যাক্স ইনকর্পোরেশন ।