IPL 2021: মারণ করোনার বিষাক্ত থাবা, KKR শিবিরে একাধিক আক্রান্ত, আইপিএলে বড় ধাক্কা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Corona Second Wave -র সরাসরি ধাক্কা এবার আইপিএলে৷ আজ হচ্ছে না কেকেআর বনাম আরসিবি ম্যাচ৷ বায়ো বাবল তাহলে কতটা নিরাপদ?
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে আগেই দাবি করা হয়েছিল একাধিক কেকেআর প্লেয়ার ও সাপোর্ট স্টাফ পজিটিভ আর সেটাই সত্যি হল৷ সোমবার সকালে কেকেআর ম্যানেজমেন্ট জানিয়ে দিল বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনা পজিটিভ হয়েছেন৷ বায়োবাবলে থেকেও কীভাবে করোনাগ্রস্ত হতে পারেন তা নিয়ে আইপিএলের দিকে প্রশ্নের আঙুল৷
advertisement
advertisement
advertisement