রবিবার ট্যুইট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন পুনাওয়ালা। তিনি ট্যুইটে লিখেন, "কোভিশিল্ড মজুত করার জন্য যে কঠোর পরিশ্রম ও ঝুঁকি আমাদের নিতে হয়েছে, সেই কাজ শেষ হল। এই প্রতিষেধক ভারতের প্রথম অনুমোদিত টিকা, যা নিরাপদ এবং কার্যকরী। আশা করছি আমরা আগামী সপ্তাহে টিকা বিতরণ শুরু করতে পারব "।