Covid-19 Third Wave : শিয়রে সমন! অক্টোবরেই শীর্ষে করোনার তৃতীয় ঢেউ, 'শিশু-সুরক্ষা' নিয়ে কমিটির রিপোর্টে বাড়ছে চিন্তা....

Last Updated:
Covid-19 Third Wave : এদিকে পশ্চিমবঙ্গে অক্টোবরে থাকবে দুর্গা পুজোর মরশুম। এই আবহে অক্টোবরে করোনা ঢএউ শিখরে যাওয়ার কথা বলায় চিন্তিত অনেক বিশেষজ্ঞ।
1/7
আর বেশি দেরি নেই। আগামী অক্টোবরেই শীর্ষে পৌঁছতে চলেছে তৃতীয় ঢেউ-এর(Covid-19 Thrid Wave) অভিঘাত! এমনটাই কেন্দ্রকে জানাল বিশেষজ্ঞদের রিপোর্ট। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থাকা কালীনই করোনাভাইরাসের (Coronavirus Third Wave) তৃতীয় ঢেউয়ের সময়কাল নিয়ে জল্পনা শুরু। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গঠিত বিশেষ এক কমিটি(MHA Panel) নিজেদের রিপোর্টে দাবি করল যে অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে। 
আর বেশি দেরি নেই। আগামী অক্টোবরেই শীর্ষে পৌঁছতে চলেছে তৃতীয় ঢেউ-এর(Covid-19 Thrid Wave) অভিঘাত! এমনটাই কেন্দ্রকে জানাল বিশেষজ্ঞদের রিপোর্ট। দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থাকা কালীনই করোনাভাইরাসের (Coronavirus Third Wave) তৃতীয় ঢেউয়ের সময়কাল নিয়ে জল্পনা শুরু। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গঠিত বিশেষ এক কমিটি(MHA Panel) নিজেদের রিপোর্টে দাবি করল যে অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে। 
advertisement
2/7
বিশেষজ্ঞদের এই কমিটির তত্ত্বাবধানে ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই কমিটি নিজেদের পেশ করা রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যাতে দ্বিতীয় ঢেউয়ের ভুল-ত্রুটি থেকে শিখে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে করোনার মারণ ভাইরাসের হাত থেকে শিশুদের সুরক্ষা নিয়ে।
বিশেষজ্ঞদের এই কমিটির তত্ত্বাবধানে ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই কমিটি নিজেদের পেশ করা রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যাতে দ্বিতীয় ঢেউয়ের ভুল-ত্রুটি থেকে শিখে তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে করোনার মারণ ভাইরাসের হাত থেকে শিশুদের সুরক্ষা নিয়ে।
advertisement
3/7
রিপোর্টে বলা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ফের দেশের 'আর ভ্যালু' ১-এর উপর উঠেছে। আর-ভ্যালু থেকেই বোঝা যায় যে এক জন সংক্রমিতের থেকে আরও কতজন করোনা আক্রান্ত হতে পারেন। প্রতীকী ছবি৷
রিপোর্টে বলা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে ফের দেশের 'আর ভ্যালু' ১-এর উপর উঠেছে। আর-ভ্যালু থেকেই বোঝা যায় যে এক জন সংক্রমিতের থেকে আরও কতজন করোনা আক্রান্ত হতে পারেন। প্রতীকী ছবি৷
advertisement
4/7
এদিকে তৃতীয় ঢেউয়ে প্রথম থেকেই শিশুদের নিয়ে আতঙ্ক ছিল। এই কমিটির রিপোর্টেও রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিত্ক এবং চিকিত্সা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। সংগৃহীত ছবি। 
এদিকে তৃতীয় ঢেউয়ে প্রথম থেকেই শিশুদের নিয়ে আতঙ্ক ছিল। এই কমিটির রিপোর্টেও রিপোর্টে শিশুদের নিয়ে আশঙ্কাবাণী প্রকাশ করা হয়েছে। তাই শিশুরা যাতে বেশি সংখ্যা সংক্রমিত হলেও তাদের জন্য পর্যাপ্ত চিকিত্ক এবং চিকিত্সা ব্যবস্থা থাকে, তার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্টে। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
এদিকে পশ্চিমবঙ্গে অক্টোবরে থাকবে দুর্গা পুজোর মরশুম। এই আবহে অক্টোবরে করোনা ঢএউ শিখরে যাওয়ার কথা বলায় চিন্তিত অনেক বিশেষজ্ঞ। এর আগে গাণিতিক মডেলে গবেষণা করে আইআইটি-র একটি গবেষণাতেও দাবি করা হয়েছিল যে দেশে করোনা সংক্রমণের হার চরমে উঠবে অক্টোবরে। তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গে অক্টোবরে থাকবে দুর্গা পুজোর মরশুম। এই আবহে অক্টোবরে করোনা ঢএউ শিখরে যাওয়ার কথা বলায় চিন্তিত অনেক বিশেষজ্ঞ। এর আগে গাণিতিক মডেলে গবেষণা করে আইআইটি-র একটি গবেষণাতেও দাবি করা হয়েছিল যে দেশে করোনা সংক্রমণের হার চরমে উঠবে অক্টোবরে। তৃতীয় ঢেউ নিয়ে রাজ্য সরকার যথেষ্ট সতর্ক। ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।
advertisement
6/7
এরই মাঝে গত ১৬ অগস্ট থেকে রাজ্যে লাগু হয়েছে পরিবর্তিত কোভিড বিধি। নিষেধাজ্ঞা শিথিল করে মুখ্যমন্ত্রী মমতা জানান, একশো শতাংশ টিকাকরণ হয়ে থাকলে আইটি সেক্টর এবং কল-কারখানাগুলি একশো শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করতে পারবে।
এরই মাঝে গত ১৬ অগস্ট থেকে রাজ্যে লাগু হয়েছে পরিবর্তিত কোভিড বিধি। নিষেধাজ্ঞা শিথিল করে মুখ্যমন্ত্রী মমতা জানান, একশো শতাংশ টিকাকরণ হয়ে থাকলে আইটি সেক্টর এবং কল-কারখানাগুলি একশো শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু করতে পারবে।
advertisement
7/7
পাশাপাশি ৫০ শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দিয়ে জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তৃতীয় ঢেউ-এর আগাম আশংকায় ইতিমধ্যেই বেশ ভিড় হতে শুরু করেছে শহর ও জেলা শহরের শপিং মলগুলিতে। সব মিলিয়ে আশংকার পারদ ক্রমশ চড়ছে।
পাশাপাশি ৫০ শতাংশ মানুষকে প্রবেশের অনুমতি দিয়ে জাদুঘর, মিনার এবং বিনোদন পার্কগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে তৃতীয় ঢেউ-এর আগাম আশংকায় ইতিমধ্যেই বেশ ভিড় হতে শুরু করেছে শহর ও জেলা শহরের শপিং মলগুলিতে। সব মিলিয়ে আশংকার পারদ ক্রমশ চড়ছে।
advertisement
advertisement
advertisement