Coronavirus Antibody: ভারতীয়দের দেহে তৈরিই হচ্ছে না অ্যান্টিবডি, তাই ফিরে আসছে করোনা: সমীক্ষা

Last Updated:
বিজ্ঞানীরা বলছেন, নতুন এই করোনার স্ট্রেনে দেশের অধিকাংশ মানুষের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি (Antibody) তৈরিই হচ্ছে না । যার ফলে ফিরে আসছে করোনার প্রকোপ ।
1/6
• দেশে প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ । দৈনিক রেকর্ড এখন সাড়ে তিন লাখ পেরিয়ে গিয়েছে । সরকার, প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে এই অবস্থা সামাল দিতে । করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনে প্রবল শ্বাসকষ্টে ভুগছেন করোনা রোগীরা । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ ।
• দেশে প্রত্যেকদিন নতুন নতুন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ । দৈনিক রেকর্ড এখন সাড়ে তিন লাখ পেরিয়ে গিয়েছে । সরকার, প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে এই অবস্থা সামাল দিতে । করোনা ভাইরাসের নতুন এই স্ট্রেনে প্রবল শ্বাসকষ্টে ভুগছেন করোনা রোগীরা । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ ।
advertisement
2/6
• কিন্তু কেন এই পরিস্থিতি? কেন বারবার ফিরে ফিরে আসছে করোনা? এমনকি অনেকেই একাধিকবার আক্রান্ত হচ্ছে । করোনা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ । এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি সমীক্ষা চালানো হয়েছিল ‘কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)-এর পক্ষ থেকে ।
• কিন্তু কেন এই পরিস্থিতি? কেন বারবার ফিরে ফিরে আসছে করোনা? এমনকি অনেকেই একাধিকবার আক্রান্ত হচ্ছে । করোনা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ । এই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে একটি সমীক্ষা চালানো হয়েছিল ‘কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর)-এর পক্ষ থেকে ।
advertisement
3/6
• সেই সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য । যা রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে মানুষের মনে । বিজ্ঞানীরা বলছেন, নতুন এই করোনার স্ট্রেনে দেশের অধিকাংশ মানুষের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি (Antibody) তৈরিই হচ্ছে না । Antibody হল মানুষের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা । করোনা থেকে যাঁরা একবার সেরে উঠছেন তাঁদের দেহে ওই ভাইরাসের Antibody তৈরি হয়ে যাওয়ার কথা । ফলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে । কিন্তু এ ক্ষেত্রে Antibody-র ঘাটতিতেই অনেকে একাধিকবার করে সংক্রমিত হয়ে পড়ছেন ।
• সেই সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য । যা রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে মানুষের মনে । বিজ্ঞানীরা বলছেন, নতুন এই করোনার স্ট্রেনে দেশের অধিকাংশ মানুষের দেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি (Antibody) তৈরিই হচ্ছে না । Antibody হল মানুষের দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা । করোনা থেকে যাঁরা একবার সেরে উঠছেন তাঁদের দেহে ওই ভাইরাসের Antibody তৈরি হয়ে যাওয়ার কথা । ফলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে । কিন্তু এ ক্ষেত্রে Antibody-র ঘাটতিতেই অনেকে একাধিকবার করে সংক্রমিত হয়ে পড়ছেন ।
advertisement
4/6
• মোট ১০,৪২৭ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে অ্যান্টিবডি তৈরি হয়েছে (সেরো পজিটিভিটি) মাত্র ১০.১৪ শতাংশের দেহে। দেশের ১৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সিএসআইআর-এর কর্মীদের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য মিলেছে।
• মোট ১০,৪২৭ জনের উপর পরীক্ষা চালিয়ে দেখা গিয়েছে অ্যান্টিবডি তৈরি হয়েছে (সেরো পজিটিভিটি) মাত্র ১০.১৪ শতাংশের দেহে। দেশের ১৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে সিএসআইআর-এর কর্মীদের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য মিলেছে।
advertisement
5/6
• শুধু তাই নয়, গবেষকদের চিন্তায় ফেলেছে করোনা অ্যান্টিবডির মেয়াদও । দেখা যাচ্ছে, দেহে অ্যান্টিবডি তৈরি হওযার ৫-৬ মাস পর সে গুলি ফের কার্যক্ষমতা হারিয়ে ফেলছে । ফলে গত বছর অক্যোবর মাসের পর থেকে করোনার প্রকোপ কমতে শুরু করেছিল । কিন্তু মার্চ মাস থেকে প্রকোপ ফের বাড়তে শুরু করেছে ।
• শুধু তাই নয়, গবেষকদের চিন্তায় ফেলেছে করোনা অ্যান্টিবডির মেয়াদও । দেখা যাচ্ছে, দেহে অ্যান্টিবডি তৈরি হওযার ৫-৬ মাস পর সে গুলি ফের কার্যক্ষমতা হারিয়ে ফেলছে । ফলে গত বছর অক্যোবর মাসের পর থেকে করোনার প্রকোপ কমতে শুরু করেছিল । কিন্তু মার্চ মাস থেকে প্রকোপ ফের বাড়তে শুরু করেছে ।
advertisement
6/6
• বিজ্ঞানীদের মতে, যদি মানুষের দেহে কার্যকরী অ্যান্টিবডি শক্তিশালী না হয়, তা হলে শুধুমাত্র টিকা এবং ওষুধ দিয়ে করোনা দূর করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে ।
• বিজ্ঞানীদের মতে, যদি মানুষের দেহে কার্যকরী অ্যান্টিবডি শক্তিশালী না হয়, তা হলে শুধুমাত্র টিকা এবং ওষুধ দিয়ে করোনা দূর করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে ।
advertisement
advertisement
advertisement