

• গত এক বছরের বেশি সময় ধরে ছোট্ট একটা ভাইরাস মানব জীবনকে অতিষ্ট করে ছেড়েছে । লাখ লাখ মানুষের মৃত্যু, লকডাউন, ধসে যাওয়া অর্থনীতি, বেকারত্ব....হাজার একটা সমস্যায় জর্জরিত করে ফেলেছে গোটা বিশ্বকে । তবে বিজ্ঞানের জয় সর্বত্র । শেষ পর্যন্ত ভাইরাসের গতি রোধ করতে বিশ্বের বাজারে এসে গিয়েছে একাধিক ভ্যাকসিন । দ্রুত গতিতে শুরুও হয়ে গিয়েছে টিকাকরণের কাজ ।


• এর মধ্যে অন্যতম ভারত বায়োটেকের কোভ্যাকসিন । দেশজ এই করোনাটিকা এ বার পৌঁছে গেল রাজ্যে রাজ্যে । বুধবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়ে গেল টিকাকরণের কাজ ।


• মঙ্গলবারই স্বাস্থ্য দফতরের বাগবাজারের কেন্দ্রীয় স্টোর থেকে ভারত বায়োটেকের করোনা টিকা বন্টন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জেলায় জেলায় । জানা গিয়েছে, কলকাতার জন্য বরাদ্দ ২৩ হাজার ডোজ, ৯০ হাজার কোভ্যাকসিন যাবে জেলায় ।


• বুধবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে এর টিকাকরণ শুরু হয়ে গিয়েছে । এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল আর আরজিকরে ২০জন করে বেনিফিসিয়ারিজকে দেওয়া হচ্ছে এই টিকা।


• জানা গিয়েছে, প্রথ কোভ্যাক্সিন নিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও রাজ্যের স্বাস্থ্য মিশনের অন্যতম বড় কর্তা সৌমিত্র মোহন। নিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের এএমডি স্মিতা সান্যাল শুক্লাও।


• গত ২২ জানুয়ারি রাজ্যে প্রথম দফায় কোভ্যাকসিন এসেছিল । সে সময় ১ লক্ষ ৬৮ হাজার ডোজ পাঠানো হয়েছিল । কিন্তু তখনও এই ভ্যাকসিনের শেষ পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ না হওয়ায় রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এখনও কোভ্যাকসিনের ব্যবহার শুরু করা যাবে না । তার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শের প্রয়োজন রয়েছে । সেই বৈঠকে ইতিবাচক ইঙ্গিত মেলার পর স্বাস্থ্য দফতর টিকাকরণ শুরুর সিদ্ধান্ত নেয় ।