প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! তীব্রতা ৭, রাজধানী-সহ বিভিন্ন অঞ্চলে অনুভূত কম্পন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে শনিবার ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। তাইওয়ানের Central Weather Administration জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইলান শহর থেকে প্রায় ৩২ কিমি দূরে।
তাইপেই: ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে শনিবার ভূমিকম্প হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.০। তাইওয়ানের Central Weather Administration জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইলান শহর থেকে প্রায় ৩২ কিমি দূরে। উপকেন্দ্রের সঠিক স্থানাঙ্ক ছিল ২৪.৬৯°N, ১২২.০৮°E এবং ভূমিকম্পের গভীরতা ছিল ৭২.৮ কিমি।
advertisement
advertisement
রাজধানী Taipei-তেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পকে ইনটেনসিটি ফোর ক্যাটাগরিতে রাখা হয়েছে, যার মানে ছোটখাটো ক্ষয়ক্ষতি হতে পারে। তাইওয়ানের National Fire Agency জানিয়েছে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তবে বড় ধরনের কোনও ধ্বংসের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
advertisement
Taiwan Power Company জানিয়েছে, Yilan-এ ৩,০০০-র বেশি বাড়িতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল ভূমিকম্পের পর। এই নিয়ে তাইওয়ানে একই সপ্তাহে দ্বিতীয়বার দ্বীপটিতে বড় ভূমিকম্প হল। এর আগে বুধবার, ৬.১ মাত্রার ভূমিকম্প তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলের Taitung কাউন্টিতে আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পেও Taipei-র একাধিক বাড়ি কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১১.৯ কিমি। এমনকি দক্ষিণ-পূর্বের এক সুপারমার্কেটে তাক থেকে জিনিসপত্র পড়ে গিয়েছিল।
advertisement
তাইওয়ান দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং এখানে প্রায়ই ভূমিকম্প হয়। এপ্রিল ২০২৪-এ, তাইওয়ানে ৭.৪ মাত্রার বড় ভূমিকম্প হয়েছিল, যাতে অন্তত ১৭ জন মারা গিয়েছিলেন। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন, আর ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্পে ২,০০০-র বেশি মানুষ মারা গিয়েছিলেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 11:20 PM IST








