Digha: ভুটভুটি লঞ্চে পাথরপ্রতিমা থেকে দিঘা, মাঝসমুদ্রে আটকে পড়ল পর্যটকদের দল! টান টান নাটক

Last Updated:
স্পিড বোট নিয়ে নুলিয়া এবং পুলিশ কর্মীরা দ্রুত দিঘার সমুদ্র সৈকত থেকে ওই বিকল হয়ে যাওয়া ওই লঞ্চটির কাছে পৌঁছন৷
1/6
কলকাতা এমন কি দক্ষিণ চব্বিশ পরগণা জেলা থেকেও দিঘা যাওয়ার অসংখ্য বাস রয়েছে৷ রেল পথেও অনেকদিনই যুক্ত হয়েছে সৈকত শহর৷ কিন্তু বাসে- ট্রেনে না গিয়ে জলপথেই দিঘা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার কয়েকজন পর্যটক৷
কলকাতা এমন কি দক্ষিণ চব্বিশ পরগণা জেলা থেকেও দিঘা যাওয়ার অসংখ্য বাস রয়েছে৷ রেল পথেও অনেকদিনই যুক্ত হয়েছে সৈকত শহর৷ কিন্তু বাসে- ট্রেনে না গিয়ে জলপথেই দিঘা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণার পাথরপ্রতিমার কয়েকজন পর্যটক৷ সহ প্রতিবেদন- পঙ্কজ দাশরথী
advertisement
2/6
ভুটভুটির মতো ছোট লঞ্চে নদী, সমুদ্র পেরিয়ে দিঘা পৌঁছতে গিয়েই বাঁধল বিপত্তি৷ দিঘা মোহনার কাছে খারাপ হয়ে গিয়ে মাঝসমুদ্রে আটকে পড়ে পর্যটক এবং মাঝি মিলিয়ে ২২ জনের একটি দল৷
ভুটভুটির মতো ছোট লঞ্চে নদী, সমুদ্র পেরিয়ে দিঘা পৌঁছতে গিয়েই বাঁধল বিপত্তি৷ দিঘা মোহনার কাছে খারাপ হয়ে গিয়ে মাঝসমুদ্রে আটকে পড়ে পর্যটক এবং মাঝি মিলিয়ে ২২ জনের একটি দল৷
advertisement
3/6
অন্ধকারের মধ্যে মাঝসমুদ্রে এ ভাবে আটকে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা৷ কোনওক্রমে পুলিশে খবর দেন তাঁরা৷ খবর পেয়েই দ্রুত পর্যটকদের উদ্ধারে তৎপর হয় পুলিশ প্রশাসন৷
অন্ধকারের মধ্যে মাঝসমুদ্রে এ ভাবে আটকে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা৷ কোনওক্রমে পুলিশে খবর দেন তাঁরা৷ খবর পেয়েই দ্রুত পর্যটকদের উদ্ধারে তৎপর হয় পুলিশ প্রশাসন৷
advertisement
4/6
স্পিড বোট নিয়ে নুলিয়া এবং পুলিশ কর্মীরা দ্রুত দিঘার সমুদ্র সৈকত থেকে ওই বিকল হয়ে যাওয়া ওই লঞ্চটির কাছে পৌঁছন৷ এর পর নিরাপদেই পর্যটক সহ প্রত্যেককে উদ্ধার করা হয়৷
স্পিড বোট নিয়ে নুলিয়া এবং পুলিশ কর্মীরা দ্রুত দিঘার সমুদ্র সৈকত থেকে ওই বিকল হয়ে যাওয়া ওই লঞ্চটির কাছে পৌঁছন৷ এর পর নিরাপদেই পর্যটক সহ প্রত্যেককে উদ্ধার করা হয়৷
advertisement
5/6
বরাতজোরে দিঘা মোহনা থেকে মাত্র ২০০ মিটার দূরে ওই ভুটভুটি লঞ্চটি খারাপ হয়৷ সমুদ্রের আরও গভীরে ওই লঞ্চ খারাপ হলে কী হত, তা ভেবেই শিউরে উঠছেন পুলিশ প্রশাসনের কর্তারাও৷
বরাতজোরে দিঘা মোহনা থেকে মাত্র ২০০ মিটার দূরে ওই ভুটভুটি লঞ্চটি খারাপ হয়৷ সমুদ্রের আরও গভীরে ওই লঞ্চ খারাপ হলে কী হত, তা ভেবেই শিউরে উঠছেন পুলিশ প্রশাসনের কর্তারাও৷
advertisement
6/6
ওই ভুটভুটি লঞ্চের মাঝিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এ ভাবে ঝুঁকি নিয়ে যাত্রা না করার জন্য ওই পর্যটকদের দলটিকেও সতর্ক করা হয়েছে৷
ওই ভুটভুটি লঞ্চের মাঝিদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ এ ভাবে ঝুঁকি নিয়ে যাত্রা না করার জন্য ওই পর্যটকদের দলটিকেও সতর্ক করা হয়েছে৷
advertisement
advertisement
advertisement