Home » Photo » coronavirus-latest-news » বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলল বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, মানতে হবে কোভিড প্রোটোকল

বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলল বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, মানতে হবে কোভিড প্রোটোকল

নিউ নর্ম্যাল পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো বাগবাজার ‘শ্রী শ্রী মায়ের বাড়ি’। তবে আর কোনওভাবেই মায়ের বাড়ির ভেতরে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম ও ধ্যান করা যাবে না।