বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলল বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি, মানতে হবে কোভিড প্রোটোকল
নিউ নর্ম্যাল পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো বাগবাজার ‘শ্রী শ্রী মায়ের বাড়ি’। তবে আর কোনওভাবেই মায়ের বাড়ির ভেতরে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম ও ধ্যান করা যাবে না।


নিউ নর্ম্যাল পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো বাগবাজার ‘শ্রী শ্রী মায়ের বাড়ি’। সর্বসাধারণের জন্য প্রত্যেক দিন সকাল ৮:৩০ থেকে সকাল ১০:৩০ এবং বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারদা মায়ের বাড়ি খোলা থাকবে । তবে মায়ের বাড়ি খোলা থাকলেও দর্শনার্থী ও ভক্তদের মানতে হবে একাধিক স্বাস্থ্যবিধি সম্পর্কিত নিয়ম। রামকৃষ্ণ মঠ বাগবাজার কর্তৃপক্ষের তরফেই একাধিক বিধি সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


দর্শনার্থীদের থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষার করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হয়েছে। শুধু তাই নয় যদি কোন দর্শনার্থী বা ভক্তের জ্বর সর্দি কাশি বা অন্যান্য শারীরিক উপসর্গ থাকে তাহলে সেই দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে মন্দির খোলায় এদিন যেহেতু মহালয়া এবং বিশ্বকর্মা পুজো ছিল তাই প্রচুর ভক্ত সমাগম হবে বলে মঠ কর্তৃপক্ষের অনুমান ছিল। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য মন্দিরের সেবায়েতরাই মায়ের বাড়ির বাইরে দর্শনার্থীদের লাইন দূরত্ব বজায় রাখার কাজ করেন। মায়ের বাড়ির যেহেতু জায়গা কম তাই মঠ কর্তৃপক্ষের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে যে অংশগুলি মার্ক করে দেওয়া হয়েছে সেই মার্ক করে দেওয়া অংশটিতে ভক্তদের একে-একে দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ কোনওভাবেই মায়ের বাড়ির ভেতরে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম ও ধ্যান করা যাবে না। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


রামকৃষ্ণ মঠ বাগবাজারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে কোন রকম ফুল ও মিষ্টি আনতে পারবেন না ভক্তরা যদি সে ক্ষেত্রে ফল বা অন্যান্য পূজা সামগ্রী ভক্তরা আনেন তাহলে প্রবেশ অর্থাৎ যেখানে ভক্তরা ঢুকবেন সেখানেই একটি নির্দিষ্ট পাত্রে রেখে দিতে হবে। এদিন সকাল থেকেই মায়ের বাড়ির বাইরে প্রচুর দর্শনার্থীদের সমাগম হয়। সে ক্ষেত্রে মায়ের বাড়ির বাইরে এবং ভেতরে মঠ কর্তৃপক্ষের তরফেই দূরত্ব বিধি মেনে চলার জন্য অনুরোধ সহ দর্শনার্থী ও ভক্তদের উদ্দেশ্যে একাধিক আবেদন জানানো হয় । তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


প্রসঙ্গত জুলাই মাসের প্রথম সপ্তাহ মায়ের বাড়ি খোলা হয়েছিল সর্বসাধারণের জন্য। কিন্তু তারপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ফের সর্বসাধারণের জন্য মায়ের বাড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে গিয়ে বলতে গিয়ে রামকৃষ্ণ মঠ,বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ বলেন ‘‘আমরা বৃহস্পতিবার থেকেই মায়ের বাড়ি সর্বসাধারণের জন্য আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যে যে বিধিনিষেধ জারি করেছি তা মায়ের বাড়ি ঢোকার সময়ই দর্শনার্থীরা দেখতে পাবেন। সকল দর্শনার্থীদের আমরা সেই বিধিনিষেধ মেনেই মায়ের বাড়ির ভেতরে আসতে বলছি।’’তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়


অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই সারদা মায়ের বাড়ি খুলে দেওয়ায় খুশি দর্শনার্থী ও ভক্তরা। এদিন একদিকে মহিলা এবং অন্যদিকে বিশ্বকর্মা পুজো থাকায় অনেকেই তর্পণ শেষ করে মায়ের বাড়ি দর্শন করে বাড়ি ফিরে যান। আবার অনেকেই দূরদূরান্ত থেকে খবর পেয়ে এদিন প্রণাম করতে চলে আসেন। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়