সাধারণত প্রোভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার জন্য UAN নম্বর দরকার হয় ৷ যে সংস্থায় আপনি কর্মরত সেখান সহজেই UAN নম্বর পেয়ে যাবেন ৷ কিন্তু এরকং একাধিক মামলা রয়েছে যেখানে পিএফ থেকে টাকা তোলার জন্য UAN নম্বর থাকে না ৷ বিভিন্ন কারণের জেরে অনেকেই তাদের সংস্থা থেকে UAN নম্বর পায়নি ৷ এরকম পরিস্থিতিতেও UAN নম্বর ছাড়াও আপনি পিএফ-এর টাকা তুলতে পারবেন ৷
পিএফ এর টাকা তোলার জন্য আপনার কাছে দুটি অপশন রয়েছে ৷ আপনি অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন ৷ অনলাইন আবেদন করার জন্য UAN নম্বর জরুরি যার সঙ্গে আপনার আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে ৷ UAN নম্বর না থাকলে আপনি অফলাইনে আবেদনের ফর্ম জমা দিতে পারবেন ৷ এর জন্য আধার বেসড কম্পোজিট ক্লেম ফর্ম (Aadhaar based composite claim Form ) বা নন আধার কম্পোজিট ক্লেম ফর্ম (Non-Aadhaar based composite claim form) ডাউনলোড করতে হবে ৷