হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

  • Bangla Editor

  • 15

    UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

    সাধারণত প্রোভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার জন্য UAN নম্বর দরকার হয় ৷ যে সংস্থায় আপনি কর্মরত সেখান সহজেই UAN নম্বর পেয়ে যাবেন ৷ কিন্তু এরকং একাধিক মামলা রয়েছে যেখানে পিএফ থেকে টাকা তোলার জন্য UAN নম্বর থাকে না ৷ বিভিন্ন কারণের জেরে অনেকেই তাদের সংস্থা থেকে UAN নম্বর পায়নি ৷ এরকম পরিস্থিতিতেও UAN নম্বর ছাড়াও আপনি পিএফ-এর টাকা তুলতে পারবেন ৷

    MORE
    GALLERIES

  • 25

    UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !


    পিএফ এর টাকা তোলার জন্য আপনার কাছে দুটি অপশন রয়েছে ৷ আপনি অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন ৷ অনলাইন আবেদন করার জন্য UAN নম্বর জরুরি যার সঙ্গে আপনার আধার, প্যান ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে ৷ UAN নম্বর না থাকলে আপনি অফলাইনে আবেদনের ফর্ম জমা দিতে পারবেন ৷ এর জন্য আধার বেসড কম্পোজিট ক্লেম ফর্ম (Aadhaar based composite claim Form ) বা নন আধার কম্পোজিট ক্লেম ফর্ম (Non-Aadhaar based composite claim form) ডাউনলোড করতে হবে ৷

    MORE
    GALLERIES

  • 35

    UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

    আধার বেসড কম্পোজিট ক্লেম ফর্ম ডাউনলোড করলে এই ফর্ম ফিলআপ করে রিজনাল পিএফ অফিসে জমা করতে পারবেন ৷ এই ফর্মটি আপনার সংস্থার মাধ্যমে ভেরিফাই করা বাধ্যতামূলক ৷

    MORE
    GALLERIES

  • 45

    UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

    আপনি যদি নন আধার কম্পোজিট ক্লেম ফর্ম ডাউনলোড করে থাকেন তাহলে সেটি ফিল আপ করার পর Attestation করাতে হবে ৷ এরপর নিকটবর্তী রিজনাল অফিসে ফর্ম জমা দিতে পারবেন ৷

    MORE
    GALLERIES

  • 55

    UAN ছাড়াও PF অ্যাকাউন্ট থেকে সহজেই তুলতে পারবেন টাকা !

    আপনি আপনার EPF এর পুরো টাকা তুলে নিতে পারবেন ৷ আপনার প্রয়োজন অনুযায়ী টাকার কিছুটা অংশও তুলতে পারবেন ৷ একমাসের বেশি চাকরি না করলে তাহলে পিএফ এর ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন ৷

    MORE
    GALLERIES