১০ হাজার টাকার মাসিক SIP-তে ৪.৮৭ কোটি টাকা! গ্রাহককে মালামাল করে দিয়েছে এই মিউচুয়াল ফান্ড!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২৪ বছর পূর্ণ করল এসবিআই কন্ট্রা ফান্ড। এসবিআই এএমসি দেশের প্রথম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ১৯৯৯ সালের ৫ জুলাই কন্ট্রা ফান্ড চালু করেছিল।
advertisement
advertisement
advertisement
কন্ট্রা মিউচুয়াল ফান্ড কী: কম পারফরমিং স্টকের উপর বাজি ধরে কন্ট্রা ফান্ড। মৌলিকভাবে শক্তিশালী কিন্তু সস্তা স্টক বাছাই করা হয়। ফান্ড ম্যানেজাররা সাধারণত বাজার প্রবণতার বিরুদ্ধে বাজি লাগান। বর্তমানে বাজারে আরও দুটি কন্ট্রা ফান্ড রয়েছে, কোটাক ইন্ডিয়া ইকিউ কনট্রা ফান্ড এবং ইনভেস্কো ইন্ডিয়া কনট্রা ফান্ড।
advertisement
advertisement
advertisement
২০১২ সাল থেকে, ফান্ডটি কম ব্যবধানে আউটপারফরম্যান্স এবং কম পারফরম্যান্সের সময়কাল প্রদর্শন শুরু করে। গত তিনটি ক্যালেন্ডার বছরে, ২০২০, ২০২১ এবং ২০২২-এ ফান্ড একটি উল্লেখযোগ্য ব্যবধানে বেঞ্চমার্ককে ছাড়িয়ে গিয়েছে। যেমন ২০২০ সালে ফান্ড বেঞ্চমার্ককে ১২ শতাংশ ছাড়িয়ে যায়। ২০২১ সালে তা ছিল ১৮ শতাংশ এবং ২০২২ সালে 8 শতাংশ।
advertisement
advertisement









