Electric Vehicle কি পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারবে? উত্তর চমকে দেবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই মনে করছেন, ইলেকট্রিক ভেহিক্যাল বা বৈদ্যুতিক যানবাহনই একমাত্র উপায়। পেট্রোল ডিজেলের তুলনায় ইভি-ই সস্তা।
advertisement
advertisement
advertisement
যে কোনও গাড়ির ক্ষেত্রে টিসিও হল গাড়ির মালিকানা থেকে শুরু করে সুদ পরিশোধ, সড়ক কর প্রদান, জ্বালানি খরচ, রক্ষণাবেক্ষণের খরচ এবং অবশেষে, সেকেন্ড-হ্যান্ড মার্কেটে গাড়িটি বিক্রি করার ফলে প্রাপ্ত সমস্ত খরচের যোগফল। বর্তমান বাজার পরিস্থিতিতে বিভিন্ন ধরনের জ্বালানির জন্য একটি গাড়ির টিসিও তুলনা করে দেখা যাচ্ছে, সমস্ত খরচখরচা সহ অন্যান্য গাড়ির তুলনায় ইভির দাম কম।
advertisement
advertisement
তাহলে মানুষ ইলেকট্রিক ভেহিক্যাল কিনছে না কেন? একমাত্র কারণ এর দাম। সাধারণ পেট্রোল গাড়ির তুলনায় ইভি-র দাম অন্তত ৪০ শতাংশ বেশি। তবে ইভি-র রক্ষণাবেক্ষণ খরচ কম। এতে অনেকটা সাশ্রয় হতে পারে। এর পাশাপাশি জ্বালানিতে খরচ করতে হচ্ছে না। মেরামতি খরচও কম। সব হিসেব করলে দেখা যাবে ইভি পেট্রোল গাড়ির তুলনায় এক তৃতীয়াংশ সস্তা।
advertisement
advertisement
ভারতে ইভি ইকোসিস্টেম এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিনেতা, অভিনেত্রীরা ইভি কিনছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। কিন্তু সেটাই যথেষ্ট নয়। ভারত সরকার ইভি-তে ভর্তুকি এবং ছাড় দিচ্ছে। এটা ইতিবাচক পদক্ষেপ। ব্যাঙ্কও ইভি কেনার জন্য কম সুদে ঋণ দিচ্ছে। ইভি-র ব্যাটারি সবচেয়ে ব্যয়বহুল। প্রতি বছর এরও দাম কমছে।