কোন দেশের কাছের রয়েছে সবচেয়ে বেশি সোনা ? ভারতের ভাগে কত সোনা? জানলে চমকে যাবেন !

Last Updated:
এই পৃথিবীতে সব থেকে বেশি সোনা সঞ্চয় করে কোন দেশ, জেনে নেওয়া যাক বিস্তারিত।
1/12
দামি ধাতু সোনা। প্রাচীন কাল থেকে এই ধাতুকে সম্পদ হিসেবেই গণ্য করা হয়েছে। সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম। শুধু ব্যক্তিগত স্তরেই নয়, বরং সোনা সঞ্চয় করা হয় আরও বৃহৎ ক্ষেত্রে। রাষ্ট্রও আগলে রাখে সোনার ভাণ্ডার। যার যত বেশি সঞ্চয়, সেই দেশ তত শক্তিশালী।
দামি ধাতু সোনা। প্রাচীন কাল থেকে এই ধাতুকে সম্পদ হিসেবেই গণ্য করা হয়েছে। সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম। শুধু ব্যক্তিগত স্তরেই নয়, বরং সোনা সঞ্চয় করা হয় আরও বৃহৎ ক্ষেত্রে। রাষ্ট্রও আগলে রাখে সোনার ভাণ্ডার। যার যত বেশি সঞ্চয়, সেই দেশ তত শক্তিশালী।
advertisement
2/12
এই পৃথিবীতে সব থেকে বেশি সোনা সঞ্চয় করে কোন দেশ, জেনে নেওয়া যাক বিস্তারিত।
এই পৃথিবীতে সব থেকে বেশি সোনা সঞ্চয় করে কোন দেশ, জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
3/12
১. ইউএসএ— এদের ভাণ্ডারে রয়েছে প্রায় ৮,১৩৩ টন সোনা। দ্য নিউইয়র্ক ফেড সেদেশের যাবতীয় সোনা গচ্ছিত রাখে।
১. ইউএসএ— এদের ভাণ্ডারে রয়েছে প্রায় ৮,১৩৩ টন সোনা। দ্য নিউইয়র্ক ফেড সেদেশের যাবতীয় সোনা গচ্ছিত রাখে।
advertisement
4/12
২. জার্মানি— এদের ভাণ্ডারে রয়েছে ৩,৩৫৫ টন সোনা। ১৯৫১ সাল থেকে এই দেশটি সোনা মজুত করা শুরু করেছে।
২. জার্মানি— এদের ভাণ্ডারে রয়েছে ৩,৩৫৫ টন সোনা। ১৯৫১ সাল থেকে এই দেশটি সোনা মজুত করা শুরু করেছে।
advertisement
5/12
৩. ইতালি— এই দেশের ভাণ্ডারে রয়েছে ২,৪৫২ টন সোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইতালির অর্থনৈতিক সমৃদ্ধি শুরু হয়। বিশ্বের প্রধান রফতানিকারক দেশগুলির মধ্যে প্রধান হয়ে ওঠায় প্রচুর বৈদেশিক মুদ্রা আসতে শুরু করে। যার একটা অংশ সোনা কেনায় কাজে লাগানো হয়।
৩. ইতালি— এই দেশের ভাণ্ডারে রয়েছে ২,৪৫২ টন সোনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইতালির অর্থনৈতিক সমৃদ্ধি শুরু হয়। বিশ্বের প্রধান রফতানিকারক দেশগুলির মধ্যে প্রধান হয়ে ওঠায় প্রচুর বৈদেশিক মুদ্রা আসতে শুরু করে। যার একটা অংশ সোনা কেনায় কাজে লাগানো হয়।
advertisement
6/12
৪. ফ্রান্স— ২,৪৩৭ টন সোনা জমিয়ে রেখে ইউরোপের এই দেশটি। ১৭৯২ সালে ফরাসি বিপ্লবের পর থেকেই সোনার মজুতদারি শুরু হয়। মূলত রাজ পরিবার এবং ক্যাথলিক চার্চের স্বর্ণমুদ্রা থেকেই বাড়ে এদের সম্পদ।
৪. ফ্রান্স— ২,৪৩৭ টন সোনা জমিয়ে রেখে ইউরোপের এই দেশটি। ১৭৯২ সালে ফরাসি বিপ্লবের পর থেকেই সোনার মজুতদারি শুরু হয়। মূলত রাজ পরিবার এবং ক্যাথলিক চার্চের স্বর্ণমুদ্রা থেকেই বাড়ে এদের সম্পদ।
advertisement
7/12
৫. রাশিয়া— ২,৩৩০ টন সোনা মজুত রয়েছে রাশিয়ায়। এর বেশির ভাগটাই রয়েছে মস্কোর সেন্ট্রাল ব্যাঙ্কের ভল্টে।
৫. রাশিয়া— ২,৩৩০ টন সোনা মজুত রয়েছে রাশিয়ায়। এর বেশির ভাগটাই রয়েছে মস্কোর সেন্ট্রাল ব্যাঙ্কের ভল্টে।
advertisement
8/12
৬. চিন— সোনা কেনায় চিন এখন বিশ্বে অন্যতম আগ্রহী। তাদের ভাঁড়ারে রয়েছে ২,১১৩ টন সোনা। অতিরিক্ত সোনা সঞ্চয় করে মার্কিন ডলারকে গুরুত্বহীন করাই এই দেশের লক্ষ্য।
৬. চিন— সোনা কেনায় চিন এখন বিশ্বে অন্যতম আগ্রহী। তাদের ভাঁড়ারে রয়েছে ২,১১৩ টন সোনা। অতিরিক্ত সোনা সঞ্চয় করে মার্কিন ডলারকে গুরুত্বহীন করাই এই দেশের লক্ষ্য।
advertisement
9/12
৭. সুইজারল্যান্ড— এই দেশের ভাণ্ডারে রয়েছে ১,০৪০ টন সোনা। এখানে সোনার উপর কোনও কাস্টম বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রযোজ্য হয় না।
৭. সুইজারল্যান্ড— এই দেশের ভাণ্ডারে রয়েছে ১,০৪০ টন সোনা। এখানে সোনার উপর কোনও কাস্টম বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রযোজ্য হয় না।
advertisement
10/12
৮. জাপান— জাপানের সংগ্রহে রয়েছে ৮৪৬ টন সোনা। ব্যাঙ্ক অফ জাপানের তত্ত্বাবধানে স্বর্ণ সংরক্ষণ করা হয় সেদেশে।
৮. জাপান— জাপানের সংগ্রহে রয়েছে ৮৪৬ টন সোনা। ব্যাঙ্ক অফ জাপানের তত্ত্বাবধানে স্বর্ণ সংরক্ষণ করা হয় সেদেশে।
advertisement
11/12
৯. ভারত— আমাদের দেশের ভাণ্ডারে রয়েছে ৭৯৭ টন সোনা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই জমানো সোনার তত্ত্বাবধান করে থাকে।
৯. ভারত— আমাদের দেশের ভাণ্ডারে রয়েছে ৭৯৭ টন সোনা। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই জমানো সোনার তত্ত্বাবধান করে থাকে।
advertisement
12/12
১০. নেদারল্যান্ডস— এই দেশের ভাণ্ডারে রয়েছে প্রায় ৬১২ টন সোনা।
১০. নেদারল্যান্ডস— এই দেশের ভাণ্ডারে রয়েছে প্রায় ৬১২ টন সোনা।
advertisement
advertisement
advertisement