হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে?

নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

  • 16

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ই নমিনির নাম জানাতে হয়। ফর্মেই একটি নির্দিষ্ট জায়গা থাকে। সেখানে লিখতে হয় নমিনির নাম। এটা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে জমা সমস্ত টাকা নমিনি পান। এখন প্রশ্ন উঠতে পারে, যদি নমিনি না করা হয় তাহলে কি অ্যাকাউন্টের সব টাকা ব্যাঙ্ক নিয়ে নেবে?

    MORE
    GALLERIES

  • 26

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যে নমিনেশন: ব্যাঙ্কিং পরিভাষায়, নমিনেশনের অর্থ হল অ্যাকাউন্টের মূল মালিকের মৃত্যুর পরে আমানত বা বিনিয়োগ দাবি করার জন্য অ্যাকাউন্টধারককে অবশ্যই কোনও নাম দিতে হবে। অর্থাৎ নমিনি করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে তাঁর কাছেই অ্যাকাউন্টের টাকা হস্তান্তর হবে। সোজা কথায়, মনোনীত ব্যক্তি আর্থিক ব্যবস্থায় সম্পদ, তহবিল এবং বিনিয়োগের সুবিধাভোগী বা প্রাপক, যেমন ব্যাঙ্ক, বিমা বা সম্পত্তি।

    MORE
    GALLERIES

  • 36

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    যদি অ্যাকাউন্টের কোনও নমিনি না করা হয়: যদি অ্যাকাউন্ট হোল্ডার কোনও নমিনি-র উল্লেখ না করেন তাহলে অ্যাকাউন্টের টাকা বা বিনিয়োগ আইনি উত্তরাধিকারির কাছে যায়। কিন্তু ব্যাপারটা সোজা নয়। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পরে অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত যে কোনও সম্পদ পাওয়ার জন্যে দীর্ঘ এবং জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। অর্থাৎ প্রয়োজনের সময় অ্যাকাউন্ট হোল্ডারের পরিবার টাকা পাবে না। এর ফলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।

    MORE
    GALLERIES

  • 46

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    নমিনি কী: এমন ব্যক্তিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা হয় যার উপর অ্যাকাউন্ট হোল্ডারের বিশ্বাস রয়েছে। সেটা পরিবারের সদস্য হতে পারে, যেমন পিতামাতা, ভাইবোন, পত্নী, সন্তান বা অন্য কেউ। একই নামের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা আলাদা নমিনি করা যায়। একই ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট (এফডি), সেভিংস এবং রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্টগুলির মতো আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্যও আলাদা আলাদা নমিনি হতে পারে।

    MORE
    GALLERIES

  • 56

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    মনোনীত ব্যক্তির জন্যে প্রযোজ্য কিছু সাধারণ শর্তাবলী: ক) একটি একক ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যে সাধারণত একজনকেই নমিনি করা হয়।

    MORE
    GALLERIES

  • 66

    নমিনি না থাকলে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর সব টাকা কি ব্যাঙ্ক নিয়ে নেবে? জেনে নিন

    খ) এনআরআই-কেও নমিনি করা যায়। তবে এক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিয়েই অর্থ ফেরত দেওয়া হবে।
    গ) যে কোনও আবেদনকারীকে অবশ্যই ব্যাঙ্কিং কোম্পানি (মনোনয়ন) বিধিমালা ১৯৮৫-এর আকারে নমিনেশন দিতে হবে।
    ঘ) উপরে উল্লিখিত একই ফর্ম পূরণ করে নমিনি পরিবর্তন করা যেতে পারে।

    MORE
    GALLERIES