7 Formula To Become Rich: ধনী হতে চান? তাহলে মেনে চলুন এই ৭টি ফর্মুলা, অচিরেই প্রচুর টাকার সম্পত্তি লাভ করতে পারবেন
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Want To Become Rich: আজ আমরা এই প্রতিবেদনে এই ধরনের কিছু ফর্মুলার কথা আলোচনা করে নেব। আর এই ফর্মুলা কাজে লাগালে যে কেউ অবিলম্বে ধনী হয়ে উঠতে পারেন।
advertisement
advertisement
১০-১২-১০ রুল:ধরা যাক, ১০ বছরের জন্য প্রতি মাসে কেউ ১০ হাজার টাকা বিনিয়োগ করছেন। কিন্তু এমন এক জায়গায় বিনিয়োগটা করছেন, যেখান থেকে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এতে ১০ বছরে তিনি পেয়ে যাবেন ২৩-২৪ লক্ষ টাকা। একই রিটার্নে যদি কেউ ১০ বছর ধরে মাসে মাসে ৪৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি পেয়ে যেতে পারেন ১ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২৫X রুল:যদি তাড়াতাড়ি অবসর নিতে চান, তাহলে যে কোনও মানুষের ১ বছরের খরচের ২৫ গুণ পরিমাণের প্রয়োজন হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, যদি কারও বার্ষিক খরচ ৪ লক্ষ টাকা হয়, তাহলে রিটায়ারমেন্ট ফান্ড হিসেবে সেই ব্যক্তির প্রয়োজন হবে ১ কোটি টাকা। এসআইপি-র মতো বিকল্পের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা যেতে পারে।









