Vegetable Price: সরস্বতীপুজোর আগে এত কমে গেল সবজির দাম! 'সেঞ্চুরি' হাঁকানো বেগুন, টম্যাটো, বিনস এখন কত জানেন?

Last Updated:
Vegetable Price Fall: হাইভোল্টেজ জলপাইগুড়ি! ঐতিহাসিক দিনের মাঝেই বাজারে স্বস্তির হাওয়া, কেন জানেন? ফুলকপি কিছুটা বেশি হলেও ৪০–৫০ টাকার মধ্যেই, বাঁধাকপি ২০–২৫ টাকা। লঙ্কা ৮০–১০০ টাকা, আদা ১০০ টাকা এবং গাজর ৪০–৫০ টাকা কেজি দরে মিলছে।
1/5
জলপাইগুড়িতে হাইভোল্টেজ দিন! আজ এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে চলেছে গোটা উত্তরবঙ্গবাসী। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে শহরজুড়ে বাড়তি নজরদারি ও উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির আগমনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। এই হাইভোল্টেজ দিনের মধ্যেই সাধারণ মানুষের নজর বাজারের দিকেও—দাম বাড়ল নাকি স্বস্তি মিলল?
জলপাইগুড়িতে হাইভোল্টেজ দিন! আজ এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকতে চলেছে গোটা উত্তরবঙ্গবাসী। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনকে কেন্দ্র করে শহরজুড়ে বাড়তি নজরদারি ও উৎসবের আবহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির আগমনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। এই হাইভোল্টেজ দিনের মধ্যেই সাধারণ মানুষের নজর বাজারের দিকেও—দাম বাড়ল নাকি স্বস্তি মিলল?
advertisement
2/5
জলপাইগুড়ির দিনবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এখন অনেকটাই সাধ্যের মধ্যে। একসময় যেসব সবজির দাম সেঞ্চুরি ছুঁয়েছিল, তা এখন উল্লেখযোগ্যভাবে কমেছে। বাজারে বেগুন বিকোচ্ছে ৫০–৬০ টাকা কেজি, বিন্স ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৫০–৬০ টাকা। আলুর দাম নেমে এসেছে ১৫ টাকা কেজিতে।
 সরস্বতীপুজোর আগে জলপাইগুড়ির দিনবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেল, নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এখন অনেকটাই সাধ্যের মধ্যে। একসময় যেসব সবজির দাম সেঞ্চুরি ছুঁয়েছিল, তা এখন উল্লেখযোগ্যভাবে কমেছে। বাজারে বেগুন বিকোচ্ছে ৫০–৬০ টাকা কেজি, বিন্স ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, শসা ৫০–৬০ টাকা। আলুর দাম নেমে এসেছে ১৫ টাকা কেজিতে।
advertisement
3/5
ফুলকপি কিছুটা বেশি হলেও ৪০–৫০ টাকার মধ্যেই, বাঁধাকপি ২০–২৫ টাকা। লঙ্কা ৮০–১০০ টাকা, আদা ১০০ টাকা এবং গাজর ৪০–৫০ টাকা কেজি দরে মিলছে।
ফুলকপি কিছুটা বেশি হলেও ৪০–৫০ টাকার মধ্যেই, বাঁধাকপি ২০–২৫ টাকা। লঙ্কা ৮০–১০০ টাকা, আদা ১০০ টাকা এবং গাজর ৪০–৫০ টাকা কেজি দরে মিলছে।
advertisement
4/5
সবজি বিক্রেতা রবিন দাস জানালেন, “এখন জোগান ভাল রয়েছে, তাই দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। অন্য বাজারে ২–৩ টাকার হেরফের হতে পারে।” ক্রেতাদের মুখেও স্বস্তির কথা। রিনা মণ্ডল বলেন, “২০০ টাকা নিয়ে বাজারে এসেছিলাম। অল্প অল্প করে অনেক কিছুই কিনতে পেরেছি। আগের তুলনায় দাম কম, বেশ স্বস্তি পাচ্ছি।”
সবজি বিক্রেতা রবিন দাস জানালেন, “এখন জোগান ভাল রয়েছে, তাই দাম খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। অন্য বাজারে ২–৩ টাকার হেরফের হতে পারে।” ক্রেতাদের মুখেও স্বস্তির কথা। রিনা মণ্ডল বলেন, “২০০ টাকা নিয়ে বাজারে এসেছিলাম। অল্প অল্প করে অনেক কিছুই কিনতে পেরেছি। আগের তুলনায় দাম কম, বেশ স্বস্তি পাচ্ছি।”
advertisement
5/5
যদিও ডিমের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি রয়ে গেছে। ডিমের দাম বেড়ে পিছু ৭.৩০ থেকে কোথাও ৮ টাকা পর্যন্ত। তবুও সামগ্রিকভাবে সবজির বাজারে স্বস্তির হাওয়া। ঐতিহাসিক দিনের সঙ্গে সঙ্গে বাজারের এই স্বস্তিই যেন জলপাইগুড়ির আমজনতার মুখে হাসি ফেরাচ্ছে।
যদিও ডিমের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি রয়ে গেছে। ডিমের দাম বেড়ে পিছু ৭.৩০ থেকে কোথাও ৮ টাকা পর্যন্ত। তবুও সামগ্রিকভাবে সবজির বাজারে স্বস্তির হাওয়া। ঐতিহাসিক দিনের সঙ্গে সঙ্গে বাজারের এই স্বস্তিই যেন জলপাইগুড়ির আমজনতার মুখে হাসি ফেরাচ্ছে।
advertisement
advertisement
advertisement