স্ত্রী বা বান্ধবীকে সোনা, রুপো বা প্ল্যাটিনামের গয়না উপহার দিচ্ছেন? বাজেটের পর দাম কত কমল দেখুন
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
সোনা এবং রুপোয় আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি প্ল্যাটিনামের আমদানি শুল্ক ১৫.৪ শতাংশ থেকে কমিয়ে ৬.৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
advertisement
advertisement
বাজেটে সোনা, রুপো ও প্ল্যাটিনামের গয়নায় ঘোষণা: সোনার মুদ্রা – আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে।গোল্ড ব্রিক – আমদানি শুল্ক ১৪.৩৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ৫.৩৫ শতাংশে। রুপোর মুদ্রা – আমদানি শুল্ক ১৫ শতাংশ কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে। সিলভার ব্রিক - আমদানি শুল্ক ১৪.৩৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ৫.৩৫ শতাংশে।
advertisement
advertisement
সোনা, রুপোর দাম কত কমতে পারে: এই ছাড়কে সহজ ভাষায় ব্যাখ্যা করলে বলতে হয়, আজ ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৬৭,৫১০ টাকা, এর সঙ্গে ১৫ শতাংশ আমদানি শুল্ক যুক্ত রয়েছে। এখন শুল্ক ৬ শতাংশে নামিয়ে আনায় দাম পড়বে ৬২ হাজার টাকা। অর্থাৎ বাজেটের এই ঘোষণার ফলে ১০ গ্রাম সোনার গয়না ৫ হাজার টাকা সস্তা হল। এক কেজি রুপোর দাম ৮৮,৯৮৩ টাকা। এর উপরেও ১৫ শতাংশ আমদানি শুল্ক অনুযায়ী ১২ হাজার টাকা ট্যাক্স প্রযোজ্য হয়। এখন আমদানি শুল্ক ৬ শতাংশে নেমে আসায় দাম ৭ হাজার টাকা কম পড়বে। অন্য দিকে, ১৫.৪ শতাংশ আমদানি শুল্ক সহ ২৫,৫২০ টাকা, বাজেট ঘোষণার পর এই দাম ২ হাজার টাকা কমবে।