

আগামী তিন মাস স্টেট ব্যাঙ্ক-সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে এবার বিনামূল্যে লেনদেন করতে পারবেন গ্রাহকরা ৷ দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ করোনার মোকাবিলার জন্য ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে সাধারণ মানুষের সমস্যা দূর করতে একাধিক ছাড় ঘোষণা করেছে সরকার ৷ বিশেষ করে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে ৷ মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম তুলে নিয়েছে সরকার ৷ পাশাপাশি এটিএমে লেনদেনর আগামী তিন মাসে গ্রাহকদের থেকে কোনও চার্জ নেওয়া হবে না ৷ তবে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এটিএম পরিষেবা নিয়ে একাধিক জরুরি ঘোষণা করেছে ৷


স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইটে জানানো হয়েছে, এটিএম থেকে টাকা তুলতে গেলে সতর্ক থাকুন ৷ এর জন্য ব্যাঙ্কের তরফে বেশ কিছু নিয়ম জানানো হয়েছে ৷ এটিএম ব্যবহার করলে এই নিয়মগুলি অবশ্যই পালন করা উচিৎ বলে জানানো হয়েছে ৷


এটিএম রুমে আগে থেকেই কেউ থাকলে সেখানে ঢুকবেন না ৷ বাইরে দাঁড়িয়ে থেকে আপনার নম্বর আসার জন্য অপেক্ষা করুন ৷ যিনি এটিএম ব্যবহার করছেন তিনিও সুরক্ষিত থাকবেন ৷


এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে অবশ্যই বাড়ি থেকে হাত ধুয়ে যান ৷ পারলে সঙ্গে করে স্যানিটাইজার নিয়ে যান ৷ কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করুন ৷


স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে সুরক্ষিত থাকতে, চেষ্টা করুন এটিএম রুমে কোনও জিনিসে যেন হাত না দেন ৷ এটিএমের দরজা খোলার জন্য ডোর হ্যান্ডেল রুমাল দিয়ে ধরুন ৷ যতটা সম্ভব রুমের জিনিসের থেকে নিজেকে দূরে রাখুন ৷


আপনার যদি জ্বর, সর্দি -কাশি থাকে তাহলে এটিএমে না যাওয়ায় ভাল ৷ হাঁচি বা কাশির সময় মুখ ঢেকে রাখুন ৷ ব্যবহার করা টিস্যু বা রুমাল এটিএমে ফেলবেন না ৷ এতে অন্যদের উপর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ৷