চাকুরিজীবীদের জন্য বড় খবর, ২৪ ঘণ্টায় বদলে যেতে চলেছে পেনশন সংক্রান্ত এই নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কোনও ব্যক্তি যদি অবসর নেন বা নিতে চলেছেন তাহলে তার কাছে অপশন থাকবে পেনশনের ৪০ শতাংশ অ্যাডভান্সে নিয়ে নেওয়ার ৷
চাকুরিজীবীদের জন্য বড় খবর ৷ আগামী ২৪ ঘণ্টায় পেনশন নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন EPFO৷ সূত্রের খবর অনুযায়ী, ইপিএফও পেনশনার্সদের জন্য শীঘ্রই বড় ঘোষণা করতে চলেছে ৷ পেনশনভোগীরা অ্যাডভান্স পেনশন অ্যামাউন্ট নিলেও পরে পেনশনের পুরো টাকা ফের পেতে পারেন ৷ অথার্ৎ পিএফের জন্য যে টাকা পেনশনের জন্য কাটা হয় সেটি অ্যাডভান্স হিসেবে নেওয়া যেতে পারে ৷ এখন পর্যন্ত সরকারি কর্মচারীরা এই সুবিধা পেতেন ৷ কিন্তু এবার থেকে বেসরকারি সংস্থার কর্মচারীরাও এই সুবিধা পাবেন ৷ এই সিদ্ধান্তে আপাতত ৬.৫ লক্ষ মানুষ লাভবান হবেন ৷ শ্রম মন্ত্রালয় এই বিষয়ে শীঘ্রই নোটিফিকেশন জারি করতে চলেছে ৷
advertisement
আপনি যেখানে চাকরি করেন সেখানে প্রত্যেক মাসের বেতন থেকে পিএফের জন্য টাকা কাটা হয়ে থাকে ৷ এই টাকা EPFOতে জমা পড়ে ৷ পিএফে আপনার স্যালারি থেকে ১২ শতাংশ জমা পড়ে ৷ ১২ শতাংশ সংস্থার তরফে জানানো হয় ৷ সংস্থা যে অ্যামাউন্ট জমা দেয় তার মধ্যে ৮.৩৩ শতাংশ পেনশন যোজনা (EPS) এ জমা হয় এবং বাকি ৩.৬৭ শতাংশ EPF এ জমা পড়ে ৷
advertisement
advertisement