Small Savings Scheme Interest Rates: পিপিএফ থেকে সুকন্যা সমৃদ্ধি! নতুন বছরে বিশাল সিদ্ধান্তের সম্ভাবনা কেন্দ্রের

Last Updated:
Small Savings Scheme Interest Rates: পাবলিক প্রভিডেন্ট ফান্ড থেকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ২০২৬-এ বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র
1/19
কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি বড়সড় ঘোষণা করতে পারে ৷ কেননা কেন্দ্র প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিমে সুদের হার পর্যালোচনা করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি বড়সড় ঘোষণা করতে পারে ৷ কেননা কেন্দ্র প্রতি ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিমে সুদের হার পর্যালোচনা করে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
জানুয়ারি থেকে মার্চ ২০২৬ এই ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বড়সড় ঘোষণা করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
জানুয়ারি থেকে মার্চ ২০২৬ এই ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বড়সড় ঘোষণা করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/19
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), এনএসসি বা ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস (SCSS), কিষাণ বিকাশপত্র (KVP) স্কিমের মত যোজনা এর অন্তর্ভুক্ত ৷ প্রতীকী ছবি ৷
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), এনএসসি বা ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস (SCSS), কিষাণ বিকাশপত্র (KVP) স্কিমের মত যোজনা এর অন্তর্ভুক্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
গত অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ অর্থাৎ চলতি ত্রৈমাসিকে সরকার সুদের ক্ষেত্রে কোনও পরিবর্তন করেনি ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা (PPF) ৷ প্রতীকী ছবি ৷
গত অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ অর্থাৎ চলতি ত্রৈমাসিকে সরকার সুদের ক্ষেত্রে কোনও পরিবর্তন করেনি ৷পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা (PPF) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/19
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), এনএসসি বা ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস (SCSS), কিষাণ বিকাশপত্রের (KVP) সুদের হার আগের মতই ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), এনএসসি বা ন্যাশন্যাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস (SCSS), কিষাণ বিকাশপত্রের (KVP) সুদের হার আগের মতই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
গত বছর অর্থাৎ ২০২৪-এর জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সুদের হারের পরিবর্তন করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
গত বছর অর্থাৎ ২০২৪-এর জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সুদের হারের পরিবর্তন করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
২০২৫-এ রেপোরেট ৩ বার কমানো হয়েছে বছরের শুরুতেই রেপোরেট ৬.৫ শতাংশ করা হয়েছিল ৷ ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২৫-২৫ হ্রাস করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
২০২৫-এ রেপোরেট ৩ বার কমানো হয়েছে বছরের শুরুতেই রেপোরেট ৬.৫ শতাংশ করা হয়েছিল ৷ ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২৫-২৫ হ্রাস করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
এবং জুনে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল, সব মিলিয়ে ১ শতাংশ রেপোরেট কমানো হয়েছিল ৷ একই সঙ্গে সরকারি বন্ড (G-Sec) য়িলস কমানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এবং জুনে ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল, সব মিলিয়ে ১ শতাংশ রেপোরেট কমানো হয়েছিল ৷ একই সঙ্গে সরকারি বন্ড (G-Sec) য়িলস কমানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
যা ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার কী হবে তা নির্ধারিত করে ৷ ১০ বছর বা (G-Sec) য়িল্ড ১ জানুয়ারি ২০২৫ থেকে ৬.৭৮ শতাংশ ছিল ৷ যা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৬.৪৫ শতাংশ পর্যন্ত ছিল ৷ প্রতীকী ছবি ৷
যা ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার কী হবে তা নির্ধারিত করে ৷ ১০ বছর বা (G-Sec) য়িল্ড ১ জানুয়ারি ২০২৫ থেকে ৬.৭৮ শতাংশ ছিল ৷ যা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ৬.৪৫ শতাংশ পর্যন্ত ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
গোপীনাথ কমিটির ফর্মুলা সূত্রে জানতে পারা গিয়েছে পিপিএফে সুদের হার ১০ বছরের (G-Sec) ইল্ডের সঙ্গে ২৫ বেসিস পয়েন্ট জুড়ে নির্ধারিত করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
গোপীনাথ কমিটির ফর্মুলা সূত্রে জানতে পারা গিয়েছে পিপিএফে সুদের হার ১০ বছরের (G-Sec) ইল্ডের সঙ্গে ২৫ বেসিস পয়েন্ট জুড়ে নির্ধারিত করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
বিগত ত্রৈমাসিকে এই গড় ৬.৬৬ শতাংশ হওয়া উচিৎ ছিল ৷ যা বর্তমানে ৭.১ শতাংশ রূপে পিপিএফ ৷ প্রতীকী ছবি ৷
বিগত ত্রৈমাসিকে এই গড় ৬.৬৬ শতাংশ হওয়া উচিৎ ছিল ৷ যা বর্তমানে ৭.১ শতাংশ রূপে পিপিএফ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/19
শেষ পরিবর্তনের ফলে জানুয়ারি থেকে মার্চ ২০২৪-এ পরিবর্তিত হয়েছিল ৷ সেই সময়ে ৩ বছরের টাইম ডিপোজিটে ৭.১ শতাংশ করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
শেষ পরিবর্তনের ফলে জানুয়ারি থেকে মার্চ ২০২৪-এ পরিবর্তিত হয়েছিল ৷ সেই সময়ে ৩ বছরের টাইম ডিপোজিটে ৭.১ শতাংশ করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
সুকন্যা সমৃদ্ধি যোজনা এসএসএ সুদের হার ৮ শতাংশ থেকে বেড়ে ৮.২ শতাংশ হয়েছিল, অন্যান্য যোজনা তার আগের জায়গায় ছিল ৷ প্রতীকী ছবি ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনা এসএসএ সুদের হার ৮ শতাংশ থেকে বেড়ে ৮.২ শতাংশ হয়েছিল, অন্যান্য যোজনা তার আগের জায়গায় ছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/19
জুলাই ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫-এ সুদের হার সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ, ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
জুলাই ২০২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫-এ সুদের হার সেভিংস ডিপোজিটে ৪ শতাংশ, ১ বছরের টাইম ডিপোজিটে ৬.৯ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
২ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ, ৩ বছরের টাইম ডিপোজিটে সুদ ৭.১০ শতাংশ ৷ ৫ বছরের টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ ৷ প্রতীকী ছবি ৷
২ বছরের টাইম ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ, ৩ বছরের টাইম ডিপোজিটে সুদ ৭.১০ শতাংশ ৷ ৫ বছরের টাইম ডিপোজিটে ৭.৫ শতাংশ হারে সুদ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement