Investment Tips: SIP-তে প্রতি মাসে ১০,০০০ টাকা জমা করলে ১৫ বছরে কত টাকা পাওয়া যেতে পারে? রইল হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Investment Tips: মিউচুয়াল ফান্ডের SIP-তে শেয়ার বাজারের আকর্ষক রিটার্নের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাওয়া যায়।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়।
advertisement
advertisement
এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ উত্তরোত্তর বাড়ছে। বর্তমান সময়ে SIP বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম। অনেকেই এখন প্রতি মাসে SIP-তে বিনিয়োগ করছেন। তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত, তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না। গত কয়েক বছরের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এসআইপিতে গড়ে ১২ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপি শুরু করা যায়। একটানা বিনিয়োগ করে গেলে ২৫ বছরে কোটি টাকার রিটার্ন মিলতে পারে। বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয়। তবে চাইলে বিনিয়োগের পরিমাণ বাড়ানোও যায়। এক নজরে দেখে নেওয়া যাক SIPতে প্রতি মাসে ১০,০০০ টাকা জমা করলে, ১৫ বছরে কত টাকা পাওয়া যেতে পারে।
advertisement
যাঁরা লম্বা সময়ের জন্য বিনিয়োগের কোনও বিকল্পের খোঁজ করছেন, তাঁদের জন্য SIP একটি সেরা বিকল্প হতে পারে। মিউচুয়াল ফান্ডের SIP-তে শেয়ার বাজারের আকর্ষক রিটার্নের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাওয়া যায়।যদি মিউচুয়াল ফান্ডের SIP-তে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যায়, তাহলে ১৫ বছরে ৪৭,৫৯,৩১৪ টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে।
advertisement