advertisement

SIP-তে প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমা করছেন ? জেনে নিন ২০ বছর পর কত টাকা পাবেন ?

Last Updated:
SIP Investments: মাত্র প্রতি মাসে ১০,০০০ টাকা SIP করে ২০ বছরে প্রায় ১ কোটি টাকা বা তার বেশি ফান্ড তৈরি করা সম্ভব। সম্ভাব্য রিটার্নের সম্পূর্ণ হিসাব এখানে জানুন।
1/7
মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) আজকের দিনে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করার ফলে আর্থিক চাপও কম থাকে, আবার দীর্ঘ সময়ে কম্পাউন্ডিংয়ের জোরে বড় অঙ্কের ফান্ড তৈরি হয়। অনেকের মনেই প্রশ্ন— প্রতি মাসে ১০,০০০ টাকা SIP করলে ২০ বছরে আসলে কত টাকা পাওয়া যেতে পারে? চলুন সহজ হিসাবেই দেখে নেওয়া যাক।
মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) আজকের দিনে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করার ফলে আর্থিক চাপও কম থাকে, আবার দীর্ঘ সময়ে কম্পাউন্ডিংয়ের জোরে বড় অঙ্কের ফান্ড তৈরি হয়। অনেকের মনেই প্রশ্ন— প্রতি মাসে ১০,০০০ টাকা SIP করলে ২০ বছরে আসলে কত টাকা পাওয়া যেতে পারে? চলুন সহজ হিসাবেই দেখে নেওয়া যাক।
advertisement
2/7
মাসিক বিনিয়োগে মোট কত টাকা জমা হবে?যদি আপনি—

প্রতি মাসে ১০ হাজার টাকার SIP করেন ২০ বছরের জন্য 

তাহলে মোট মাস হবে:
 ২০ × ১২ = ২৪০ মাস ৷ 

মোট বিনিয়োগ দাঁড়াবে  ₹১০,০০০ × ২৪০ = ২৪,০০,০০০ (২৪ লাখ টাকা) ৷ 

এখন আসল প্রশ্ন— এই ২৪ লাখ টাকা ২০ বছরে কত বড় ফান্ডে পরিণত হতে পারে?
মাসিক বিনিয়োগে মোট কত টাকা জমা হবে?যদি আপনি—প্রতি মাসে ১০ হাজার টাকার SIP করেন ২০ বছরের জন্যতাহলে মোট মাস হবে:২০ × ১২ = ২৪০ মাস ৷মোট বিনিয়োগ দাঁড়াবে ₹১০,০০০ × ২৪০ = ২৪,০০,০০০ (২৪ লাখ টাকা) ৷এখন আসল প্রশ্ন— এই ২৪ লাখ টাকা ২০ বছরে কত বড় ফান্ডে পরিণত হতে পারে?
advertisement
3/7
বিভিন্ন রিটার্নে সম্ভাব্য ফান্ড ভ্যালু-
যদি গড় রিটার্ন হয় ১০%

মোট বিনিয়োগ: ₹২৪ লাখ

আনুমানিক ফান্ড ভ্যালু: ₹৭৬–৭৭ লাখ

লাভ: প্রায় ₹৫২–৫৩ লাখ

সাধারণত কনজারভেটিভ ইক্যুইটি বা ব্যালান্সড ফান্ডে দীর্ঘমেয়াদে এমন রিটার্ন দেখা যায়।
বিভিন্ন রিটার্নে সম্ভাব্য ফান্ড ভ্যালু-যদি গড় রিটার্ন হয় ১০%মোট বিনিয়োগ: ₹২৪ লাখআনুমানিক ফান্ড ভ্যালু: ₹৭৬–৭৭ লাখলাভ: প্রায় ₹৫২–৫৩ লাখসাধারণত কনজারভেটিভ ইক্যুইটি বা ব্যালান্সড ফান্ডে দীর্ঘমেয়াদে এমন রিটার্ন দেখা যায়।
advertisement
4/7
যদি গড় রিটার্ন হয় ১২%মোট বিনিয়োগ: ₹২৪ লাখ

আনুমানিক ফান্ড ভ্যালু: ₹৯৯ লাখ থেকে ১ কোটি টাকা

লাভ: প্রায় ₹৭৫ লাখ
লং টার্মে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন হিসেবে ১২% বাস্তবসম্মত ধরা হয়।
যদি গড় রিটার্ন হয় ১২%মোট বিনিয়োগ: ₹২৪ লাখআনুমানিক ফান্ড ভ্যালু: ₹৯৯ লাখ থেকে ১ কোটি টাকালাভ: প্রায় ₹৭৫ লাখলং টার্মে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের গড় রিটার্ন হিসেবে ১২% বাস্তবসম্মত ধরা হয়।
advertisement
5/7
যদি গড় রিটার্ন হয় ১৫%মোট বিনিয়োগ: ₹২৪ লাখ

আনুমানিক ফান্ড ভ্যালু: ₹১.৪৫–১.৫০ কোটি টাকা

লাভ: প্রায় ₹১.২০ কোটি টাকা

উচ্চ রিটার্ন সম্ভব হলেও এতে বাজারের ওঠানামা বেশি থাকে, ধৈর্য খুব জরুরি।
যদি গড় রিটার্ন হয় ১৫%মোট বিনিয়োগ: ₹২৪ লাখআনুমানিক ফান্ড ভ্যালু: ₹১.৪৫–১.৫০ কোটি টাকালাভ: প্রায় ₹১.২০ কোটি টাকাউচ্চ রিটার্ন সম্ভব হলেও এতে বাজারের ওঠানামা বেশি থাকে, ধৈর্য খুব জরুরি।
advertisement
6/7
SIP-র সবচেয়ে বড় শক্তি কোথায়?কম্পাউন্ডিং – সময় যত বাড়ে, টাকা তত দ্রুত বাড়ে

ডিসিপ্লিন – প্রতি মাসে বিনিয়োগের অভ্যাস তৈরি হয়

রিস্ক অ্যাভারেজিং – বাজার পড়লে বেশি ইউনিট কেনা যায়

ছোট অঙ্কে বড় লক্ষ্য – বড় টাকা একসঙ্গে লাগানোর দরকার নেই
SIP-র সবচেয়ে বড় শক্তি কোথায়?কম্পাউন্ডিং – সময় যত বাড়ে, টাকা তত দ্রুত বাড়েডিসিপ্লিন – প্রতি মাসে বিনিয়োগের অভ্যাস তৈরি হয়রিস্ক অ্যাভারেজিং – বাজার পড়লে বেশি ইউনিট কেনা যায়ছোট অঙ্কে বড় লক্ষ্য – বড় টাকা একসঙ্গে লাগানোর দরকার নেই
advertisement
7/7
প্রতি মাসে ১০,০০০ টাকা SIP মানেই ২০ বছরে নিশ্চিত কোটিপতি হওয়া নয়, তবে সঠিক ফান্ড নির্বাচন ও ধৈর্য রাখলে ১ কোটি টাকার কাছাকাছি বা তার বেশি ফান্ড তৈরি করা একেবারেই সম্ভব।
প্রতি মাসে ১০,০০০ টাকা SIP মানেই ২০ বছরে নিশ্চিত কোটিপতি হওয়া নয়, তবে সঠিক ফান্ড নির্বাচন ও ধৈর্য রাখলে ১ কোটি টাকার কাছাকাছি বা তার বেশি ফান্ড তৈরি করা একেবারেই সম্ভব।
advertisement
advertisement
advertisement