SIP-তে প্রতি মাসে ১০,০০০ টাকা করে জমা করছেন ? জেনে নিন ২০ বছর পর কত টাকা পাবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SIP Investments: মাত্র প্রতি মাসে ১০,০০০ টাকা SIP করে ২০ বছরে প্রায় ১ কোটি টাকা বা তার বেশি ফান্ড তৈরি করা সম্ভব। সম্ভাব্য রিটার্নের সম্পূর্ণ হিসাব এখানে জানুন।
মিউচুয়াল ফান্ডে SIP (Systematic Investment Plan) আজকের দিনে দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি। প্রতি মাসে অল্প অল্প করে বিনিয়োগ করার ফলে আর্থিক চাপও কম থাকে, আবার দীর্ঘ সময়ে কম্পাউন্ডিংয়ের জোরে বড় অঙ্কের ফান্ড তৈরি হয়। অনেকের মনেই প্রশ্ন— প্রতি মাসে ১০,০০০ টাকা SIP করলে ২০ বছরে আসলে কত টাকা পাওয়া যেতে পারে? চলুন সহজ হিসাবেই দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







