রুপোর বাজারে নতুন নজির! ১০০ ডলার পেরোল রুপোলি ধাতুর দাম! কেন দাম বাড়ছে? জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপোর দাম প্রতি আউন্স ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যায়। ২০২৫ সালে শুরু হওয়া নজিরবিহীন উত্থান নতুন বছরেও অব্যাহত থাকল।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে রুপোর দাম প্রতি আউন্স ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যায়। ২০২৫ সালে শুরু হওয়া নজিরবিহীন উত্থান নতুন বছরেও অব্যাহত থাকল। খুচরো বিনিয়োগকারীদের জোরালো অংশগ্রহণ, মোমেন্টাম-নির্ভর কেনাবেচা এবং দীর্ঘদিন ধরে ভৌত বাজারে সরবরাহের টানাপোড়েন—এই সবকিছু মিলিয়ে মূল্যবান ও শিল্পধর্মী এই ধাতুর দাম দ্রুত বেড়েছে।
advertisement
স্পট মার্কেটে রুপোর দাম শেষ পাওয়া খবরে প্রায় ৫.১ শতাংশ বেড়ে প্রতি ট্রয় আউন্স প্রায় ১০১ ডলারে লেনদেন হচ্ছিল। ২০২৬ সালের শুরু থেকেই এখন পর্যন্ত রুপোর দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এর আগে ২০২৫ সালে রুপোর দাম লাফিয়ে বেড়েছিল প্রায় ১৪৭ শতাংশ, যা ১৯৮৩ সাল থেকে LSEG-র সংগৃহীত তথ্য অনুযায়ী সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি।
advertisement
advertisement
রয়টার্সের উদ্ধৃতি দিয়ে StoneX-এর বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, “রুপো এখন এক ধরনের স্বয়ংক্রিয় উন্মাদনার মধ্যে রয়েছে। ভূরাজনৈতিক ঝুঁকি সোনাকে আরও চাঙ্গা করছে, আর তারই সুবিধা পাচ্ছে রুপো—বিশেষ করে কম একক দামের কারণে।”তিনি আরও যোগ করেন, “মনে হচ্ছে সবাই এই বাজারে জড়াতে চাইছেন, তবে একই সঙ্গে সতর্কবার্তাও জ্বলছে। যখনই ফাটল দেখা দিতে শুরু করবে, তা খুব সহজেই বড় খাদে পরিণত হতে পারে। তাই সাবধান থাকুন।”








