বিরাট ধাক্কা! ঘরে বসে একদিনে ২১ হাজার কোটি টাকা খোয়ালেন দেশের এই জনপ্রিয় ব্যবসায়ী! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
Share Market Loss of Asian Paints CEO Amit Syngle: মাথায় হাত বিখ্যাত ব্যবসায়ী অমিত সিঙ্গলের। যে কোনও ব্যবসায়ীর কাছেই বড় ধাক্কা এটি। আর এশিয়ান পেইন্টসের CEO হলে, একবার ভাবুন!
1/8
নয়াদিল্লি- ঘরে বসেই বিরাট লোকসান! এক দিনে ২১ হাজার কোটি টাকা খোয়ালেন দেশের এই জনপ্রিয় ব্যবসায়ী। ধাক্কা সামলে উঠতে পারবেন আদৌ? নাকি তাঁর জন্য ভুগবে গোটা দেশ? জানলে চমকে যাবেন।
ঘরে বসেই বিরাট লোকসান! এক দিনে ২১ হাজার কোটি টাকা খোয়ালেন দেশের এই জনপ্রিয় ব্যবসায়ী। ধাক্কা সামলে উঠতে পারবেন আদৌ? নাকি তাঁর জন্য ভুগবে গোটা দেশ? জানলে চমকে যাবেন।
advertisement
2/8
ব্যবসায় লোকসান তো হতেই থাকে। bad loan সাধারণ ঘটনা, তাই বলে এক দিনে ২১,০০০ কোটির লোকসান মুখের কথা নয়। মাথায় হাত বিখ্যাত ব্যবসায়ী অমিত সিঙ্গলের। যে কোনও ব্যবসায়ীর কাছেই বড় ধাক্কা এটি। আর এশিয়ান পেইন্টসের সিইও হলে, একবার ভাবুন!
ব্যবসায় লোকসান তো হতেই থাকে। bad loan সাধারণ ঘটনা, তাই বলে এক দিনে ২১,০০০ কোটির লোকসান মুখের কথা নয়। মাথায় হাত বিখ্যাত ব্যবসায়ী অমিত সিঙ্গলের। যে কোনও ব্যবসায়ীর কাছেই বড় ধাক্কা এটি। আর এশিয়ান পেইন্টসের সিইও (CEO) হলে, একবার ভাবুন!
advertisement
3/8
এশিয়ান পেইন্টসের শেয়ারের পতনের কারণে এই ক্ষতি হয়েছে। অমিত সিঙ্গল দেশের বৃহত্তম পেইন্ট উত্পাদনকারী সংস্থা এশিয়ান পেইন্টসের এমডি এবং সিইও।
এশিয়ান পেইন্টসের শেয়ারের পতনের কারণে এই ক্ষতি হয়েছে। অমিত সিঙ্গল দেশের বৃহত্তম পেইন্ট উত্পাদনকারী সংস্থা এশিয়ান পেইন্টসের এমডি এবং সিইও।
advertisement
4/8
গত ৯ নভেম্বর, এশিয়ান পেইন্টস তার ত্রৈমাসিক ফলাফল উপস্থাপন করেছে। এরপর ১১ নভেম্বর সোমবার শেয়ারবাজার খুললে এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ১০ শতাংশ পর্যন্ত ব্যাপক পতন হয়।
গত ৯ নভেম্বর, এশিয়ান পেইন্টস তার ত্রৈমাসিক ফলাফল উপস্থাপন করেছে। এরপর ১১ নভেম্বর সোমবার শেয়ারবাজার খুললে এশিয়ান পেইন্টসের শেয়ারের দাম ১০ শতাংশ পর্যন্ত ব্যাপক পতন হয়।
advertisement
5/8
রিপোর্ট অনুসারে, অমিত সিঙ্গল এই পতনের কারণেই একটি বড় ধাক্কা খেয়েছেন, কারণ তাঁর কোম্পানির বাজার মূল্য 21,735.41 কোটি টাকা থেকে কমে 2,43,890.43 কোটি টাকা হয়েছে৷ এশিয়ান পেইন্টসের ব্যবসা এতে অনেকটাই মার খেয়েছে।
রিপোর্ট অনুসারে, অমিত সিঙ্গল এই পতনের কারণেই একটি বড় ধাক্কা খেয়েছেন, কারণ তাঁর কোম্পানির বাজার মূল্য 21,735.41 কোটি টাকা থেকে কমে 2,43,890.43 কোটি টাকা হয়েছে৷ এশিয়ান পেইন্টসের ব্যবসা এতে অনেকটাই মার খেয়েছে।
advertisement
6/8
সম্প্রতি চাহিদা কমেছে এই সংস্থার পণ্যের, এমনই দেখা গিয়েছে শেষবারের হিসাবে। কোম্পানির মুনাফা ও মার্জিন কমেছে। এমন পরিস্থিতিতে, দুর্বল আয়ের পরিসংখ্যান বিনিয়োগকারীরা পছন্দ করেননি। ফলে, শেয়ারের দরপতন হয়েছে।
সম্প্রতি চাহিদা কমেছে এই সংস্থার পণ্যের, এমনই দেখা গিয়েছে শেষবারের হিসাবে। কোম্পানির মুনাফা ও মার্জিন কমেছে। এমন পরিস্থিতিতে, দুর্বল আয়ের পরিসংখ্যান বিনিয়োগকারীরা পছন্দ করেননি। ফলে, শেয়ারের দরপতন হয়েছে।
advertisement
7/8
এশিয়ান পেইন্টসের সিইও অমিত সিংগাল বলেন, এই প্রান্তিকে দেশের কিছু অংশে দীর্ঘ বর্ষণ ও বন্যার কারণে পেইন্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, এসব এলাকায় চাহিদা ছিল খুবই কম। এর ফলে ব্রোকারেজও কোম্পানির পারফরম্যান্সে অসন্তুষ্ট অনেক আন্তর্জাতিক ব্রোকারেজ হাউস এশিয়ান পেইন্টসের শেয়ারের লক্ষ্যমাত্রার দামে বড় ধরনের ঘাটতি করেছে।
এশিয়ান পেইন্টসের সিইও অমিত সিংগাল বলেন, এই প্রান্তিকে দেশের কিছু অংশে দীর্ঘ বর্ষণ ও বন্যার কারণে পেইন্ট ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, এসব এলাকায় চাহিদা ছিল খুবই কম। এর ফলে ব্রোকারেজও কোম্পানির পারফরম্যান্সে অসন্তুষ্ট অনেক আন্তর্জাতিক ব্রোকারেজ হাউস এশিয়ান পেইন্টসের শেয়ারের লক্ষ্যমাত্রার দামে বড় ধরনের ঘাটতি করেছে।
advertisement
8/8
P Morgan এশিয়ান পেইন্টের রেটিং 2,800 টাকা থেকে কমিয়ে 2,400 টাকা করেছে৷ একই সময়ে, CLSA এশিয়ান পেইন্টস শেয়ারে 2,290 টাকার লক্ষ্যে 'আন্ডারপারফর্ম' রেটিং বজায় রেখেছে। বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটিও পিছিয়ে পড়েছে বলে মনে করছে ব্রোকারেজ ফার্ম।
P Morgan এশিয়ান পেইন্টের রেটিং 2,800 টাকা থেকে কমিয়ে 2,400 টাকা করেছে৷ একই সময়ে, CLSA এশিয়ান পেইন্টস শেয়ারে 2,290 টাকার লক্ষ্যে 'আন্ডারপারফর্ম' রেটিং বজায় রেখেছে। বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটিও পিছিয়ে পড়েছে বলে মনে করছে ব্রোকারেজ ফার্ম।
advertisement
advertisement
advertisement