মাত্র ৩ টাকায় বিকোচ্ছে প্রতি কিলো টম্যাটো! দাম পড়ে যাওয়ায় হতাশ চাষিরা

Last Updated:
উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে সামান্য চাষের খরচও তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের কৃষকরা।
1/6
একদিকে মূল্যবৃদ্ধির দাপটে নাজেহাল সাধারণ মানুষ। অন্য দিকে, ফসলের দাম না পেয়ে নাভিশ্বাস উঠছে চাষির। উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে সামান্য চাষের খরচও তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের কৃষকরা। তাঁদের দাবি, বাজারে একেবারেই দাম পাওয়া যাচ্ছে না উৎপাদিত টম্যাটোর।
একদিকে মূল্যবৃদ্ধির দাপটে নাজেহাল সাধারণ মানুষ। অন্য দিকে, ফসলের দাম না পেয়ে নাভিশ্বাস উঠছে চাষির। উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে সামান্য চাষের খরচও তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের কৃষকরা। তাঁদের দাবি, বাজারে একেবারেই দাম পাওয়া যাচ্ছে না উৎপাদিত টম্যাটোর।
advertisement
2/6
এর আগে উত্তরপ্রদেশে আলুর দাম পড়ে গিয়েছিল। তারপর এবার টম্যাটো। কৃষকদের নাজেহাল করে দিয়েছে টম্যাটোর দাম। ইদানীং বাজারে টম্যাটোর দাম এত কমে গিয়েছে, যে কৃষকরা লাভ করার কথা ভাবতেই পারছেন না। এমনকী, নিজেদের চাষের খরচটুকুও তোলা সম্ভব হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।
এর আগে উত্তরপ্রদেশে আলুর দাম পড়ে গিয়েছিল। তারপর এবার টম্যাটো। কৃষকদের নাজেহাল করে দিয়েছে টম্যাটোর দাম। ইদানীং বাজারে টম্যাটোর দাম এত কমে গিয়েছে, যে কৃষকরা লাভ করার কথা ভাবতেই পারছেন না। এমনকী, নিজেদের চাষের খরচটুকুও তোলা সম্ভব হচ্ছে না বলে তাঁদের অভিযোগ।
advertisement
3/6
উত্তরপ্রদেশের হাপুর জেলার পাইকারি বাজারে টম্যাটো বিক্রি হচ্ছে তিন টাকা প্রতি কেজি দরে। চাষিদের দাবি, এই দামে ফসল বিক্রি করে তাঁরা তাঁদের চাষের খরচটুকুও আদায় করে নিতে পারছেন না। হাপুর জেলার কৃষকরা প্রচুর পরিমাণে টম্যাটো উৎপাদন করেন। ফলে পরিস্থিতি এমনই যে, তাঁরা খেত থেকে টম্যাটো বাজারে আনার জন্য প্রয়োজনীয় গাড়ি ভাড়া তুলতে পারছেন না।
উত্তরপ্রদেশের হাপুর জেলার পাইকারি বাজারে টম্যাটো বিক্রি হচ্ছে তিন টাকা প্রতি কেজি দরে। চাষিদের দাবি, এই দামে ফসল বিক্রি করে তাঁরা তাঁদের চাষের খরচটুকুও আদায় করে নিতে পারছেন না। হাপুর জেলার কৃষকরা প্রচুর পরিমাণে টম্যাটো উৎপাদন করেন। ফলে পরিস্থিতি এমনই যে, তাঁরা খেত থেকে টম্যাটো বাজারে আনার জন্য প্রয়োজনীয় গাড়ি ভাড়া তুলতে পারছেন না।
advertisement
4/6
হাপুরের সিমরাউলি গ্রামের কৃষক সঞ্জয় কুমার বলেন, কিসান মন্ডির অবস্থা এমন যে এক ক্যারেট টম্যাটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এক ক্যারেট অর্থাৎ ২৫ কেজি টম্যাটো। কিন্তু কেন এমন ভাবে পড়ে গেল ফসলের দাম!
হাপুরের সিমরাউলি গ্রামের কৃষক সঞ্জয় কুমার বলেন, কিসান মন্ডির অবস্থা এমন যে এক ক্যারেট টম্যাটো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এক ক্যারেট অর্থাৎ ২৫ কেজি টম্যাটো। কিন্তু কেন এমন ভাবে পড়ে গেল ফসলের দাম!
advertisement
5/6
কৃষকরা সরাসরি আঙুল তুলছেন সরকারের দিকে। তাঁরা এই দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করছেন। তবে টম্যাটোর দর পতনের কারণে স্বস্তিতে সাধারণ ক্রেতা। দীর্ঘদিন ধরেই আনাজের দাম এমন বেড়েছিল যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে বসেছিল তা। এবার টম্যাটোর দাম কমায় খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ।
কৃষকরা সরাসরি আঙুল তুলছেন সরকারের দিকে। তাঁরা এই দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করছেন। তবে টম্যাটোর দর পতনের কারণে স্বস্তিতে সাধারণ ক্রেতা। দীর্ঘদিন ধরেই আনাজের দাম এমন বেড়েছিল যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে বসেছিল তা। এবার টম্যাটোর দাম কমায় খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ।
advertisement
6/6
বর্তমানে নিত্য ব্যবহার্য খাদ্যপণ্যের মধ্যেই টম্যাটো ব্যবহৃত হয়। সাধারণ মানুষ সবজি ও ডালে টম্যাটোর ব্যবহার করেন, তাতে স্বাদ বাড়ে। আবার টম্যাটো ছাড়া সাল্যাডও অসম্পূর্ণ। বিশেষত গরমকালে টম্যাটোর সালাড খেতে পছন্দ করেন অনেকেই। ফলে টম্যাটোর দাম কমায় স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। কিন্তু এর উল্টো দিকে সমস্যায় পড়েছেন কৃষকরা। টম্যাটোর দাম কমায় রীতিমতো হতাশ উত্তরপ্রদেশের চাষিরা।
বর্তমানে নিত্য ব্যবহার্য খাদ্যপণ্যের মধ্যেই টম্যাটো ব্যবহৃত হয়। সাধারণ মানুষ সবজি ও ডালে টম্যাটোর ব্যবহার করেন, তাতে স্বাদ বাড়ে। আবার টম্যাটো ছাড়া সাল্যাডও অসম্পূর্ণ। বিশেষত গরমকালে টম্যাটোর সালাড খেতে পছন্দ করেন অনেকেই। ফলে টম্যাটোর দাম কমায় স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। কিন্তু এর উল্টো দিকে সমস্যায় পড়েছেন কৃষকরা। টম্যাটোর দাম কমায় রীতিমতো হতাশ উত্তরপ্রদেশের চাষিরা।
advertisement
advertisement
advertisement